বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জন্মদিনের আগে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
 

রিয়াধ: বুধবারই ৪০ বছর পূর্ণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বয়স তাঁর কাছে নিছকই সংখ্যা মাত্র। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আল ওয়াসলেকে চার গোলে হারাল আল নাসের। জোড়া লক্ষ্যভেদ সিআরসেভেনের। এছাড়া সৌদি ক্লাবটির হয়ে জাল কাঁপান আলি আলহাসান ও মহম্মদ আল-ফাতিল। উল্লেখ্য, ক্লাব ফুটবলে সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি মরশুমে ২৩টি গোল সেরে ফেললেন রোনাল্ডো। আর কেরিয়ারে সেই সংখ্যাটা এখন ৯২৩। এদিন দ্বিতীয় গোলের পর বিমান ওড়ানোর ভঙ্গিতে বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে জন্মদিনের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন সিআরসেভেন।
ক্লাব কেরিয়ারে তাঁর সিংহভাগ কেটেছে রিয়াল মাদ্রিদে। এই পর্বে মেসির সঙ্গে রোনাল্ডোর দ্বৈরথ এল ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিত। তাঁদের মধ্যে সেরা কে, তা নিয়ে চর্চা আজও অব্যাহত। পর্তুগিজ মহাতারকা অবশ্য নিজেকেই এগিয়ে রাখছেন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘সেরা ফুটবলার হিসেবে অনেকেই মেসি, মারাদোনা কিংবা পেলেকে পছন্দ করেন। তাঁদের সম্মান করি। কিন্তু কমপ্লিট ফুটবলার আমিই।’ একইসঙ্গে মেসি ও তাঁর দ্বৈরথ প্রসঙ্গেও রোনাল্ডো জানান, ‘অনেকেই মেসির সঙ্গে আমার তুলনা টানেন। সেটাই স্বাভাবিক। আমরা দীর্ঘ ১৫ বছর একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। তবে কখনওই আমাদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল না। মেসি বার্সেলোনার হয়ে ট্রফি জিততে সেরাটা মেলে ধরত। আমিও একই লক্ষ্যে মাঠে নামতাম।’
রিয়ালে থাকাকালীন এল ক্লাসিকো মহারণে প্রতিপক্ষের ডেরায় খেলাটা যে সহজ ছিল না, তা এদিন মেনে নেন রোনাল্ডো। জানান, ‘ক্যাম্প ন্যু’তে ম্যাচ সবসময় এক আলাদা মাত্রা পেত। মাঠে নামার পর থেকেই বার্সা সমর্থকরা আমায় উদ্দেশ্য করে টিটকিরি দিত, অপমান করত। আর তা ছিল আমার অনুপ্রেরণা। সত্যি বলতে, আজ সেই পরিবেশ বড্ড মিস করি।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা