বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সবে তো তৃতীয়বার, ফের আমরা আসব, সংসদে প্রত্যয়ী মোদি

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: জবাবি ভাষণ ছিল রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্য‌বাদ জ্ঞাপনের। কিন্তু সেখানে বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়, বিহারে মাখানা বোর্ড সহ নানা বিষয়ও উল্লেখ করে তাঁর সরকার কী করেছে তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্বমহিমায় ফের লোকসভায় দাপট দেখালেন মোদি। জোরের সঙ্গে জানিয়ে দিলেন,  ‘ইয়ে তে হমারি তিসরি হি টার্ম হ্যায়, আগে ভি হাম লাগে রহেঙ্গে।’ অর্থাৎ, কেন্দ্রে আমাদের তো সবে মাত্র তৃতীয়বার। এরপরেও আমরা আসব।
সংসদে ভাষণ দেবেন, গান্ধী পরিবারকে খোঁচা দেবেন না,  এটা কখনও হয়। প্রত্যাশামতোই নেহরু, রাজীব গান্ধী থেকে শুরু করে নাম না করে বর্তমান গান্ধী পরিবারের তিন  সংসদ সদস্য সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কাকেও কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। বললেন, যারা মুখে গরিবের কথা বলে, তারা কি আমার একটা ছোট্ট কথার জবাব দিতে পারবে? একই দলিত পরিবারের তিন সদস্য একই সময়ে সাংসদ হয়েছে, এমন উদাহরণ আছে কি? 
আজ দিল্লিতে ভোট। তার আগে সংসদকে নিজের নির্বাচনী বক্তৃতার মঞ্চ হিসেবেও কাজে লাগালেন মোদি। অরবিন্দ কেজরিয়ালকে টার্গেট করে শিসমহল, হাইফাই বাথরুম, আপদে’র মতো বিষয় তুললেন। একইসঙ্গে কংগ্রেস তথা বিরোধীদের বললেন, গত ১০ বছরে আমার সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির আঙুল তুলতে পারেনি। কংগ্রেসের সময় তো হাত সাফাই হতো। আর আমাদের সময়ে সাধারণ লোক এবং সরকার, উভয়েরই লক্ষ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। 
মোদি বলেন, আমাদের সাফ঩ল্যে কংগ্রেসের হতাশা, নিরাশা সবাই আন্দাজ করতে পারছে। তার থেকেই আমাদের কিছুই ভালো দেখতে পারছে না। ১ ঘণ্টা ৩৫ মিনিটের বক্তৃতায় নিজেকে এবং বিজেপিকে সবচেয়ে বড় দেশপ্রেমী বলেই তুলে ধরলেন মোদি। বললেন, আমাদের কাছে সবার আগে দেশ। নিজের জন্য সবাই করে। কিন্তু আমরা দেশের জন্য ভাবি। দেশের জন্য করি। তাই আগামী ২০৪৭ সালে বিকশিত ভারত করেই ছাড়ব। 
পরিচিত সাদা টি শার্ট ছেড়ে রাহুলকে এদিন দেখা গেল কালো ফুলহাতা সোয়েটারে। পিছনে প্রিয়াঙ্কা। খোঁচা দিয়ে মোদির মন্তব্য, কেউ কেউ সংবিধান পকেটে নিয়ে ঘোরে। আর আমরা সংবিধানেই বাঁচি। সংবিধানকে রক্ষা করি। বিষাক্ত রাজনীতি করি না। একতা রক্ষা করি। বিরোধীরা তো খোলাখুলি আরবান নকশালের মতো কথা বলে। দেশের ক্ষতির কথা ভাবে না। মোদি যখন এসব বলছেন, ট্রেজারি বেঞ্চে উঠছে মোদি মোদি স্লোগান। পাল্লা দিয়ে  বিরোধী বেঞ্চে তখন শোনা যাচ্ছে, ঝুট বোলে কাউয়া কাটে! কেন নেই বছরে দু কোটি চাকরি? কেন নেই কুম্ভে মৃত্যুর উল্লেখ? কেন মিটছে না মণিপুর সমস্যা? অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি করল ‘ওয়াক আউট’ও।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা