বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

২৭ বছর পরে মোদির দল নাকি টানা তিনবার আপ, আজ নির্বাচন দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাশক্তিমান তকমায় ধাক্কা লেগেছিল ঠিক আট মাস আগে। আজ কি আরও বড় আঘাত? নাকি দিল্লির অভিশাপ কাটাতে পারবেন নরেন্দ্র মোদি? গত বছর স্বপ্নের চারশো পার হওয়ার অতি আত্মবিশ্বাস থেকে তিনি নেমে এসেছিলেন গরিষ্ঠতাহীন দুশো চল্লিশের বাস্তবে। বিস্ময়করভাবে লোকসভার ঠিক বিপরীত ফল তাঁর শাসনকালে বিগত বছরগুলিতে হয়েছে রাজধানী শহরে। অর্থাৎ দিল্লি বারংবার নরেন্দ্র মোদির বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আজ দিল্লিতে ফের বিধানসভার নির্বাচন। ২৭ বছর ক্ষমতার বাইরে বিজেপি। খরা কাটাতে মোদির দল নির্বাচনে জয়ের একটিও অস্ত্র ফেলে রাখছে না। আছে উগ্র হিন্দুত্ব। যোগী আদিত্যনাথের সভাস্থল জুড়ে দেখা গিয়েছে বাটেঙ্গে তো কাটেঙ্গে অথবা এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানের ব্যানার। 
১০ বছর পর এই প্রথম অরবিন্দ কেজরিওয়ালকে লড়াই করতে হচ্ছে নিজের ইমেজের সঙ্গেই। যে কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে ছিলেন নব রাজনীতির সেনাপতি, তাঁর ও তাঁর সরকারের বিরুদ্ধেই এবার একঝাঁক দুর্নীতির অভিযোগ। জনমত সমীক্ষার আভাস কেজরিওয়ালের পক্ষে, তবুও সংশয় যাচ্ছে না। এবং কংগ্রেস। আজকের আধুনিকতম দিল্লির কারিগর শীলা দীক্ষিতের ১৫ বছরের শাসনকাল। মেট্রো থেকে ফ্লাইওভার। সবুজায়ন থেকে পরিকাঠামো। এমনকী শীলা দীক্ষিতের আমলে যা ছিল না, সেই প্রাণান্তকর দূষণের অভিশাপ এসেছে কেজরিওয়ালের আমলেই। দিল্লির সবথেকে বড় রাজনৈতিক রহস্য হল শীলা দীক্ষিতের পরাজয়। কেন তিনি হারলেন তার জবাব আজও মেলেনি। এবার কংগ্রেসের প্রতিশোধ নেওয়ার ভোট। হৃত সম্মান প্র‍য়াত শীলা দীক্ষিতকে ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে রাহুল গান্ধীর দল। কিন্তু পারবে কি? কারণ এখনও পর্যন্ত বিজেপি বনাম আম আদমি পার্টির দ্বিমুখী যুদ্ধই আলোচ্য। কংগ্রেস কি ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের পথে কাঁটা বিছিয়ে দিতে সক্ষম হবে? মরিয়া রাহুলের দল। কারণ প্রতিশোধ। 
৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোট শুরু সকাল ৭টায়। ১৩ হাজার ৭৬৬টি ভোট কেন্দ্রে ভোট দেবেন দেড় কোটির বেশি। ভোট নির্বিঘ্নে করতে ২২০ কোম্পানি আধাসামরিক বাহিনীর পাশাপাশি থাকছে দিল্লি পুলিস ও হোম গার্ড। ৩ হাজার বুথকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। ৬ হাজার ৯৮০ জন ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন। 
বিজলি-পানি-সড়ক। বেকারত্ব। মূল্যবৃদ্ধি। সব আছে রাজধানীর জীবন সংগ্রামে। কিন্তু পাড়ায় পাড়ায় তিন দলের প্রধান প্রচার একটাই মহিলাদের মাসে আর্থিক অনুদান। কেউ দেবে ২৫০০ টাকা, কেউ ২১০০ টাকা। অর্থাৎ হাই প্রোফাইল দিল্লিতেও ভোটের ব্রহ্মাস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার। কাদেরটা জিতবে? জানা যাবে ৮ ফেব্রুয়ারি। তার আগে আজই এক্সিট পোল।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা