বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সরস্বতী পুজো নিয়ে কোনও সমস্যা হয়নি: তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় পুজো-উৎসব করতে দেওয়া হয়নি। এই অভিযোগ এর আগে একাধিকবার করেছে বিজেপি। কিন্তু সেই অভিযোগ যে ভিত্তিহীন ছিল তা তথ্য-প্রমাণসহ হাজির করে তৃণমূল। সেই আবহে এবার সরস্বতী পুজোকে ঘিরেও যে সমস্ত অভিযোগ বিরোধীদের তরফে আনা হয়েছিল, তার সবই খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ক্লাবে সরস্বতী পুজো হয়েছে ধুমধাম করেই। রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন সরস্বতী পুজোর ছবিটা তুলে ধরে বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল। সেখানে জোড়াফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির কাজ শুধু মিথ্যার আশ্রয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা।
এর আগে দুর্গাপুজো করতে দেওয়া হয় না, এমন অভিযোগ শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের গলায়। কিন্তু সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়। রাজ্যের সর্বত্র দুর্গাপুজো হয়েছে সাড়ম্বরে। এরপর সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়। কিন্তু রবিবার ও সোমবার দেখা গিয়েছে, রাজ্যের সর্বত্র বাগদেবীর আরাধনা হয়েছে। উৎসবের আনন্দে মাতোয়ারা হয়েছেন পড়ুয়া থেকে সব বয়সের মানুষজন। বিরোধীদের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সরস্বতী পুজো নিয়ে কোথাও কোনও সমস্যা নেই। বিরোধীরা মিথ্যা ও কুৎসামূলক তথ্য দিয়েছে। সাম্প্রদায়িক গন্ধ লাগিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে। পুজোয় বাধা দেওয়ার ঘটনা বাংলার কোথাও নেই। 
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা