বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

চোরাপথে সীমান্ত পেরনোই ছিল লক্ষ্য   সাঁতরাগাছিতে ধৃত ৪ বাংলাদেশি রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল হায়দরাবাদে। কিন্তু সেখানে থাকা নিয়ে সমস্যা হওয়ায় ফের চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষেছিল এক নাবালক সহ চার বাংলাদেশি রোহিঙ্গা। তবে তার আগেই এই দলকে হাতেনাতে ধরে ফেলে রেল পুলিস। রবিবার রাতে সাঁতরাগাছি রেল স্টেশন থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে শালিমার জিআরপি।
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আলম, রিয়াজুল ইসলাম, বেগম দিলবার ও এক নাবালক গত বছরের শেষের দিকে বাংলাদেশ থেকে এরাজ্যে পালিয়ে আসে। মূলত তারা বাংলাদেশের রোহিঙ্গা। বাংলাদেশের খাসবাজার এলাকায় রিফিউজি ক্যাম্পে ছিল তারা। এরাজ্যে চলে আসার পর ট্রেন ধরে হায়দরাবাদে চলে যায় তারা। সেখানে এতদিন নির্মাণ শ্রমিকের কাজ করছিল তারা। সেখানে কিছুদিন ধরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় তারা ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে। সেইমতো চারজন ইস্ট কোস্ট এক্সপ্রেসে চেপে গত রবিবার সন্ধ্যার পর সাঁতরাগাছি স্টেশনে নামে। এই খবর গোপন সূত্রে আগেই পেয়েছিল রেল পুলিস। সেইমতো শালিমার জিআরপির আধিকারিকরা বিশাল বাহিনী নিয়ে সাদা পোশাকে সাঁতরাগাছি স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের অংশে ভিড়ের মধ্যে এই চারজনকে বসে থাকতে দেখে পুলিস। তাদের দেখে সন্দেহ হওয়ায় আটক করে থানায় নিয়ে আসার পর জিআরপি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে তারা। অভিযুক্তদের এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনজনকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের হাতে হস্তান্তর করা হয়েছে।
রেল পুলিসের এক আধিকারিক বলেন, ‘তাদের আচরণ ও কথাবার্তা থেকেই সন্দেহ করা হয়। ভারতে আসার জন্য কোনও পাসপোর্ট বা বৈধ নথিপত্র তারা দেখাতে পারেনি। শুধুমাত্র বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের একটি কার্ড তাদের কাছে ছিল। কে বা কারা তাদের এরাজ্যে নিয়ে এসে হায়দরাবাদে কাজের জন্য পাঠিয়েছে, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে নদীয়া বা উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী চোরাপথ দিয়ে এই দলটি এরাজ্যে ঢুকেছিল। এরপর কোনও এক দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করে তারা হায়দরাবাদে ঠিকা শ্রমিকের কাজ করতে চলে যায়। সাঁতরাগাছি স্টেশনে নামার পর ফের বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য কারওর সঙ্গে যোগাযোগ করার কথাও ছিল তাদের। কিন্তু তার আগেই পুলিসের জালে ধরা পড়ে যায় তারা। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা