বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

পিএম ইন্টার্নে অফার প্রত্যাখ্যান ৩৩ হাজারের, ভারতের যুব সমাজের অনাস্থার চিত্র সংসদেই স্বীকার সরকারের

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ২০১৪ সালে কেন্দ্রে প্রথমবার ক্ষমতায় আসার সময় নরেন্দ্র মোদির অন্যতম ভরসা ছিল যুব সমাজ। পাঁচ বছর পরের ভোটেও সেই ভোটব্যাঙ্ক ফেল করেনি। কারণ, যুব সমাজকে সামনে রেখে নানাবিধ গালভরা প্রতিশ্রুতি। অবশেষে মোহভঙ্গ যে হয়েছে, তার প্রমাণ চব্বিশের নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের ভরসাতেই তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন নরেন্দ্র মোদি। এবং ক্ষমতায় ফিরেই ২ কোটি ৯০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা। তাতেও কি আস্থা ফিরেছে যুব সমাজের? সংসদে কেন্দ্রই পরিসংখ্যান দিয়ে স্বীকার করেছে, পিএম ইন্টার্নশিপ স্কিমে প্রায় ৩৩ হাজার আবেদনকারী ‘অফার’ প্রত্যাখ্যান করেছেন। উত্তরপ্রদেশে ৪,২১৯ জন, হরিয়ানায় ৩,০৮৯, গুজরাতে ২,১৮৬, মধ্যপ্রদেশে ২,৮৫৯ জন ‘অফার’ ফিরিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই চারটিই কিন্তু ডাবল ইঞ্জিন রাজ্য। 
২০২৪-২৫ অর্থবর্ষের সাধারণ বাজেটে পিএম-ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেছিল কেন্দ্র। দাবি করেছিল, পাঁচ বছরে দেশের এক কোটি যুবক ৫০০টি সংস্থা-প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ পাবে। এক বছরের ইন্টার্নশিপে মাসে পাঁচ হাজার টাকা ভাতা। শর্ত কী? এই স্কিমে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ, দেশের যুব সমাজই এই কর্মসূচির ভরকেন্দ্র। মঙ্গলবার রাজ্যসভায় পিএম-ইন্টার্নশিপ স্কিম নিয়ে লিখিত প্রশ্ন করেন সিপিএম এমপি ভি শিবদাসন। লিখিত জবাবে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হরিশ মালহোত্রা জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে ৬০ হাজার ৮৬৬ জন আবেদনকারীকে মোট ৮২ হাজার ৭৭টি ইন্টার্নশিপ ‘অফার’ দিয়েছিল বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান। তাঁদের মধ্যে ২৮ হাজার ১৪১ জন সেই ‘অফার’ গ্রহণ করেছেন। অর্থাৎ মন্ত্রী যা বলতে চাননি—প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে ‘অফার’ প্রত্যাখান করেছেন ৩২ হাজার ৭২৫ জন। উল্লিখিত হিসেব গত ২৯ জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। কোন কোন সংস্থা থেকে অফার গিয়েছে? সেইসব সংস্থার বহর কতটা? উত্তর মেলেনি। লক্ষ্যমাত্রা পূরণ করতে ‘দায়সারা’ অফার দেওয়া হয়নি তো? সেই কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে নতুন প্রজন্ম? চলছে এই জল্পনাও। 
এদিনের লিখিত জবাবে মন্ত্রক জানিয়েছে, এই সংক্রান্ত পাইলট প্রজেক্ট শুরু হয়েছে গত ৩ অক্টোবর থেকে। প্রথম পর্বে প্রায় ২ লক্ষ জন আবেদন করেছিলেন। যোগ্যতা-সাপেক্ষে তাঁদের মধ্যে থেকেই ৬০ হাজার ৮৬৬ জন আবেদনকারীকে ‘অফার’ দেওয়া হয়েছিল। এই কর্মসূচির নির্দেশিকা মতো একজন আবেদনকারী সর্বোচ্চ দু’টো ‘অফার’ পেতে পারেন। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাইলট প্রজেক্টের দ্বিতীয় পর্ব গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। তাতেও কি আস্থা ফিরবে? তাৎপর্যপূর্ণভাবে এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এই কর্মসূচি প্রসঙ্গে সাফাই দিয়েছেন, ‘এটি কোনও চাকরি নয়। বরং একটি এক্সপোজার।’ 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা