বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ইতিহাস বিকৃতি! রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির

নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ইতিমধ্যেই রাজ্যসভায় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছে বিজেপি। এবার গেরুয়া দলের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইতিহাস বিকৃতির অভিযোগে রায়বেরিলির সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল শাসক দল। মঙ্গলবার এব্যপারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 
চিঠিতে তাঁর দাবি, ‘শুধু ইতিহাস ও তথ্য বিকৃতিই নয়, রাহুল তাঁর ভাষণে আমাদের দেশ ও গণতন্ত্রকে উপহাস করেছেন।’ বাজেট অধিবেশনে  রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে রাহুল মোদি সরকারকে নানা ইস্যুতে তুলোধোনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ভালো উদ্যোগ ছিল। কিন্তু এব্যাপারে মোদি ব্যর্থ হয়েছেন। রাহুল দাবি করেন, চীন ভারতের ৪ হাজার বর্গকিমি এলাকা দখল করে নিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তা স্বীকার করেননি। অথচ ভারতীয় সেনাই মোদির দাবি খারিজ করে দিয়েছে। উৎপাদন ক্ষেত্রে ব্যর্থতা জেরেই চীনের সেনা ভারতের ভূখণ্ডে ঢুকতে পেরেছে। বিরোধী দলনেতা আরও দাবি করেন, শপথ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যাতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান, তার তদ্বির করতেই বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এক মাসে দু’বার আমেরিকায়  পাঠানো হয়েছিল। এছাড়া মহারাষ্ট্র নির্বাচনে আচমকা ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেন রাহুল। তাঁর বক্তৃতার মাঝেই সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, রাহুল মিথ্যে বলছেন। আর তার একদিন পরেই রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি।
এদিন নিশিকান্ত তাঁর চিঠিতে লিখেছেন, রাহুল তাঁর দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি দেশ ও নির্বাচিত সরকারের সম্মানহানি করার পর ক্ষমাও চাননি। রাহুলের বক্তব্যে সংসদীয় রীতিনীতি ভঙ্গ হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। 
এদিকে, রাহুলের বিরুদ্ধে এদিন সরব হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর দাবি, ভারত-চীন সীমান্তের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ব্যাখ্যা করছেন রাহুল। রাজনাথ লিখেছেন, ‘সেনাপ্রধান বক্তব্য বলে রাহুল যে দাবি করেছেন, তা তিনি কখনই বলেননি। জাতীয় স্বার্থের মতো বিষয় নিয়ে রাহুল দায়িত্বজ্ঞানহীন রাজনীতি করছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’ ছবি: পিটিআই
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা