বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তিন সদস্যের সংস্থা,   একা কেউ চালায় না

নয়াদিল্লি: রাজধানীতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি সহ নানা অভিযোগে সরব আম আদমি পার্টি। এনিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তারই পাল্টা জবাব দিল কমিশন। তাদের বক্তব্য, তিন সদস্যের কমিশন এটা লক্ষ্য করেছে যে, পরিকল্পনা করে চাপ সৃষ্টি করছে বিশেষ রাজনৈতিক দল। কমিশনের ভাবমূর্তিকে এমনভাবে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, যাতে মনে হচ্ছে কমিশন এক সদস্যের। তবে ভোটের আগের মুহূর্তে এই ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। সংযম ও বিচক্ষণতার সঙ্গে সাংবিধানিক দায়বদ্ধতা পালন করা হবে।
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক ইস্যুতে গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আপ। সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে কটাক্ষ করেন কেজরিওয়াল। বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে, মনে হচ্ছে তাদের কোনও অস্তিত্বই নেই। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পর রাজীবজি কোন পদ পেতে চলেছেন, এখন সেই প্রশ্নই উঠছে।’ এদিন তারই জবাব দিয়েছে কমিশন। তাদের কথায়, কৌশল করে কমিশনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। অসংখ্য অভিযোগ সামনে এসেছে। দেড় লক্ষের বেশি আধিকারিক সেগুলি খতিয়ে দেখছেন। আইন মেনে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনাই লক্ষ্য।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা