বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাতের ঠান্ডায় দুই সন্তানকে সল্টলেকে ফেলে উধাও মা! স্বামী-স্ত্রীর বিচ্ছেদ মাশুল দিচ্ছে শৈশব

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কাকভোর। তখনও শহরের ঘুম ভালো করে ভাঙেনি। ফুটপাতে বসে ঠান্ডায় থরথর করে কাঁপছে দু’টি শিশু! সম্পর্কে ভা‌ই-বোন। ঠোঁট ফুলিয়ে কাঁদছে দু’জনেই। দু’গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে চোখের জল। ‘কী হয়েছে তোমাদের?’ সন্দেহ হওয়ায় কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন কয়েকজন। প্রথমে জবাব মেলেনি। পরে ভাই-বোন কাঁপা কাঁপা গলায় মৃদু স্বরে বলল, ‘রাতের বেলায় মা আমাদের বসিয়ে দিয়ে চলে গিয়েছে।’ আবার হাপুস কান্না। বোঝা গেল, অপেক্ষা করতে করতে সকাল হয়ে গিয়েছে। কিন্তু, তাদের মা আর ফেরেননি! ফুটপাতে বসেই সারারাত কেটেছে। ভয়, আতঙ্কে গুটিয়ে দু’জনেই। এহেন দৃশ্য দেখে চোখের জল আটকাতে পারেননি পথচারীরাও। স্থানীয় এক দোকানদার এগিয়ে এসে খাবারও দিলেন ভাই-বোনকে। কান্নায় গলা শুকিয়ে গিয়েছে। রুটি-তরকারির প্লেট পাশে নামিয়েই ফের কাঁদতে শুরু করল তারা।
ঘটনাস্থল রাজ্যের সমাজকল্যাণ দপ্তর, সল্টলেকের শৈশালী ভবনের সামনে। মঙ্গলবার সকালে খবর পেয়েই সেখানে হাজির হয় বিধাননগর উত্তর থানার পুলিস। ভাই-বোনকে উদ্ধার করে নিয়ে যায় তারা। মেয়েটির বয়স ১১ বছর, ভাইয়ের ৭ বছর। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপে হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে দু’জনকে। কিন্তু, তারা সল্টলেকে এল কীভাবে? উদ্ধারের পর তাদের পরিবারের খোঁজ শুরু করে পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ভাই-বোনের আসল বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। বছর দেড়েক ধরে বাবা-মা একসঙ্গে থাকেন না। কার্যত ‘বিচ্ছেদ’। দুই সন্তানকে নিয়ে মা ভাড়া থাকতেন টালিগঞ্জে। আর্থিক ও পরিবারিক সমস্যার জেরে দুই সন্তানকে সমাজকল্যাণ দপ্তরের অধীন কটেজ হোমে ভর্তি করতে চেয়েছিলেন তিনি। সোমবার সকালে সেজন্যই এসেছিলেন শৈশালী ভবনে। কিন্তু, ওইদিন ছিল ছুটি। তাও তিনজনে ওই ভবনের সামনে বসেছিলেন। পাশেই দীনেশ শীলের চায়ের দোকান। এদিন তিনি বলেন, ‘আমি ওদের মাকে বলেছিলাম। আজ ছুটি, বাড়ি ফিরে যান। অন্যদিন আসবেন। কিন্তু, রাত পর্যন্ত ওরা বসে থাকল। আমায় বলল, ফিরব না। আমি যখন দোকান বন্ধ করি, তখন দেখলাম, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেল। আজ সকালে দোকান খুলতে এসে দেখি, শিশু দু’টি ফুটপাতে বসে অঝোরে কাঁদছে। ওদের মা নেই। তিনি সন্তানদের রেখে চলে গিয়েছেন!’
দপ্তর সূত্রে খবর, ভাই-বোনের ভর্তির অর্ডার হয়ে গিয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও অফিসের সামনে সন্তানদের ফেলে রেখে গিয়েছেন মা। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে, দুই শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বর্তমানে তিনি ওড়িশায় রয়েছেন। আজ, বুধবার তাঁর শহরে আসার কথা।
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা