বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সেবাশ্রয়ের স্বাতন্ত্র্যের বিজয়ডঙ্কা বাজবে  দেশজুড়েই, আশাবাদী প্রত্যয়ী অভিষেক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একমাস পার করে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেবাশ্রয় কর্মসূচি। তার সূত্র ধরেই ডায়মন্ডহারবারের সাংসদের প্রত্যয়ী সুর, আমি নিশ্চিত যে সেবাশ্রয়ের স্বাতন্ত্র্যের বিজয়ডঙ্কা দেশজুড়ে ধ্বনিত হবে। ডায়মন্ডহারবার মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল এখন সেবাশ্রয়। 
ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চিকিৎসা পরিষেবার এক কর্মযজ্ঞ শুরু করেছেন অভিষেক। ২ জানুয়ারি থেকে সেবাশ্রয় নামক এই কর্মসূচি চলছে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে ক্যাম্প করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার, ফলতা ও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র এলাকায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র এলাকায় স্বাস্থ্য শিবির চলছে। মঙ্গলবার মেটিয়াবুরুজের একাধিক স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন অভিষেক। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভলাল্টিয়ারদের সঙ্গে কথা বলেন তিনি। অভিষেক কথা বলেন স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের সঙ্গেও। রোগীদের কী সমস্যা, সেবাশ্রয় থেকে কীভাবে সুবিধা পাবেন তাঁরা, তা রোগীদের জানান তিনি। সেবাশ্রয় ক্যাম্পে আসা শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে খোঁজ নিয়েছেন সাংসদ। শিশুদের কী সমস্যা, তারা কোনও বিশেষ রোগে তারা আক্রান্ত কি না তা বিস্তারিতভাবে জেনে নেন তৃণমূল সাংসদ। আবার এও দেখা গিয়েছে, প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন অভিষেক। প্রবীণদের শারীরিক কী সমস্যা রয়েছে, তারও খোঁজ নেন তিনি। 
সেবাশ্রয় কর্মসূচি থেকে, ইতিমধ্যে সাড়ে পাঁচ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। শিশুদের জটিল রোগের চিকিৎসা থেকে শুরু করে দশজনের ছানি অপারেশন পর্যন্ত সেবাশ্রয় কর্মসূচির উদ্যোগে হয়েছে। অভিষেকের বক্তব্য, সাধারণ মানুষই হলেন আমার উৎসাহ-প্রাবল্যের মূল কাণ্ডারী। মানুষের সেবার্থেই এই কর্মযজ্ঞ। আর মানবসেবার জন্য দিনরাত কাজ করে চলেছেন অনেক ডাক্তার থেকে স্বেচ্ছাসেবক। তাঁদেরকে আমার কৃতজ্ঞতা জানাই।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা