বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পাঞ্জাব বধে টিম স্পিরিট ভরসা মোলিনার

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: অনুশীলনে সবার আগেই নেমে পড়েছিলেন জেমি ম্যাকলারেন। বক্সের বাইরে বল বসিয়ে একের পর এক শট রাখছিলেন তেকাঠিতে। হঠাৎই পিছন থেকে দৌড় এসে লিস্টন সেই বল আড়াআড়ি টোকা  দিলেন। চলন্ত বলে গোলা দেগে লক্ষ্যভেদ করেই ‘ম্যাকা’র কাঁধে উঠে সেলিব্রেশন শুরু জেসন কামিংসের। সেই উৎসবে যোগ দিলেন দলের বাকিরা। মঙ্গলবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের এই ছবিটাই বলে দিচ্ছে টিম মোহন বাগানের সাফল্যের গল্প। আর বুধবার ঘরের মাঠে পাঞ্জাব এফসি ম্যাচের আগে দলের এই স্পিরিটটাই ভরসা কোচ হোসে মোলিনার। তাই টম আলড্রেড ও আপুইয়ার অনুপস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছেন না স্প্যানিশ কোচ। বরং তাঁর উত্তর, ‘গোটা মরশুম দল হিসেবেই খেলেছে মোহন বাগান। কারণ, প্রত্যেক ফুটবলারই এই দলে গুরুত্বপূর্ণ। সুযোগ পেলেই তা কাজে লাগাতে মরিয়া থাকে।’ 
লিগ টেবিলের ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহন বাগান। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের থেকে এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে এগিয়ে। ফলে লিগ-শিল্ড ধরে রাখার স্বপ্নে চোখ চকচক করছে সবুজ-মেরুন জনতার। তবে সেই আবেগের পথে হাঁটতে রাজি নন স্প্যানিশ কোচ।  মোলিনার মন্তব্য, ‘শেষ পাঁচ ম্যাচ জিতে লিগ শেষ করাই আমার প্রধান লক্ষ্য। তাই ম্যাজিক ফিগারের হিসেব রাখছি না।’ সেই লক্ষ্যে কোচ মোলিনা শুরুতেই গোল তুলে প্রতিপক্ষকে চাপ ফেলার ছক কষেছেন। এককাঁড়ি টাকা খরচ করে জেমি ম্যাকলারেনকে নিয়েছে মোহন বাগান। কিন্তু সবুজ-মেরুন জার্সিতে তাঁর পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সেরা গোলদাতার পাশে দাঁড়াচ্ছেন স্প্যানিশ কোচ। তাঁর মন্তব্য, ‘ জেমি বড় ফুটবলার। কিন্তু ও গোল করার বল পাচ্ছে না। এই বিষয়ে নজর দিতে হবে।’ 
এদিন ফান গেমের মাধ্যমে অনুশীলন শুরু হয় বাগানের। তারপর দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন। আলবার্তো রডরিগেজের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে দেখা গেল দীপ্যেন্দু বিশ্বাসকে। দুই উইং ব্যাকে আশিস রাই ও শুভাশিস। মাঝমাঠে লিস্টন- মনবীর ছাড়াও সাহাল আব্দুল সামাদ ও দীপক টাংরিকে প্রথম দলে রাখেন মোলিনা। সামনে ম্যাকলারেন ও কামিংস। পরিবর্ত হিসেবে স্টুয়ার্টকে ব্যবহারের ভাবনা রয়েছে। আইএসএলে ইতিমধ্যেই ৫০টি ম্যাচে ক্লিনশিট বজায় রেখেছেন বিশাল কাইথ। তাই বুধবার ম্যাচ শুরুর আগে তাঁকে বিশেষ সংবর্ধনা জানানো হবে। বেঙ্গালুরুকে হারিয়ে কলকাতায় পা রেখেছে পাঞ্জাব এফসি। তাদের লক্ষ্য, সুপার সিক্সে জায়গা পাকা করা। প্রথম পর্বে ৩-১ গোলে বশ মানে পাঞ্জাব। আর্জেন্তিনার ভিদাল লাল কার্ড দেখার পর কার্যত আত্মসমর্পণ করেন লুকারা। এবার পাল্টা দিতে তৈরি কোচ পানাজিওটিস ডিমপেরিস। জেসন কামিংসকে নিয়ে বেশ সতর্ক তিনি।

ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টসে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা