বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

যুবরাজের সান্নিধ্যেই সাফল্য অভিষেকের

মুম্বই: ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন যুবরাজ সিং। শুধু সেই ম্যাচ নয়, পুরো কেরিয়ারেই বিধ্বংসী ব্যাটিংয়ে সমর্থকদের মন ভরিয়েছেন তারকা ক্রিকেটার। এখন তাঁর পথেই হাঁটছেন ভাব-শিষ্য অভিষেক শর্মা। হয়তো নিজের বিকল্প সুনিশ্চিত করতে আগ্রাসী মেজাজেই তরুণ তুর্কিকে গড়ে তুলেছেন যুবি। রবিবারের ওয়াংখেড়েতে মিলল তারই প্রতিফলন। বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে দুরমুশ করেছেন পাঞ্জাবের উদীয়মান অলরাউন্ডার।
টি-২০ ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান (৩৭ বলে) হাঁকিয়ে গুরু যুবরাজকেই কৃতিত্ব দিয়েছেন অভিষেক। বাঁহাতি ওপেনার বলছিলেন, ‘তিন-চার বছর আগেই যুবি পাজি আমার কানে সাফল্যের মন্ত্র দিয়েছিলেন। প্র্যাকটিসে উনি বলতেন, নিজের উপর বিশ্বাস রেখে সহজাত ব্যাটিং করে যাও। বরাবর আমায় ভরসা জুগিয়েছেন তিনি। জাতীয় দলের খেলার ব্যাপারে স্বপ্নও দেখিয়েছেন। এত বড় মাপের একজন ক্রিকেটারের হাত কাঁধে থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এখনও উনি আমার ভুলত্রুটি শুধরে দেন।’ অভিষেক কি পারবেন যুবরাজের এক ওভারে ছয় ছক্কার রেকর্ড স্পর্শ করতে? ২৪ বছরের মারকুটে ব্যাটারের জবাব, ‘ওই রেকর্ড ছোঁয়া সহজ কাজ নয়। তাছাড়া পরিকল্পনা করে ওভারে ছ’টি ছক্কা মারাও অসম্ভব। যুবি পাজিও বলছিলেন, স্টুয়ার্টের ওভারে ছয় ছক্কা মারার কথা তিনি কল্পনাও করেননি।’ সিরিজের শেষ টি-২০’তে অভিষেকের ইনিংস মুগ্ধ করেছে যুবরাজকেও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ওর জন্য আমি গর্বিত।’ যুবরাজ ছাড়াও অভিষেকের ব্যাটিংয়ের উন্নতিতে বড় অবদান রয়েছে পাঞ্জাবের রনজি টিমের কোচ ওয়াসিম জাফর ও কিংবদন্তি ব্রায়ান লারার। ভারতীয় তরুণ ওপেনার বলছিলেন, ‘লারা স্যারের মূল্যবান পরামর্শেও দারুণ উপকৃত হয়েছি। উনি বলতেন, নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং করে যাও। তবে সহজে উইকেট ছুড়ে দিও না।’ 
এদিকে, চোটের জন্য পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। রবিবার ব্যাটিংয়ের সময় জোফ্রা আর্চারের বলে আঙুলে আঘাত পান তিনি। স্ক্যানের পর দেখা গিয়েছে, তাঁর তর্জনিতে চিড় ধরেছে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা