বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বুমরাহর ফিটনেস টেস্টের দিকে নজর টিম ম্যানেজমেন্টের

বেঙ্গালুরু: যশপ্রীত বুমরাহ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? এর উত্তর হয়তো পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছেছেন বুমবুম। মেডিক্যাল চেকআপের পাশাপাশি তাঁর ফিটনেস টেস্ট হওয়ার কথা। সেই রিপোর্ট জমা পড়বে জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের কাছে। তার ভিত্তিতেই বুমরাহকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আসলে বুমরাহ ভীষণই চোটপ্রবণ ক্রিকেটার। এর জন্য অনেকেই তাঁর বোলিং অ্যাকশনকে দায়ী করেন। পিঠের ব্যথায় বহুদিন ধরেই তিনি ভুগছেন। চোট সারিয়ে ফিরে ভালোই ফর্মে ছিলেন তারকা পেসার। অস্ট্রেলিয়ায় গতির বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আশা ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরা দেবেন স্বমহিমায়। কিন্তু বাদ সাধে পিঠের ব্যথা। সিডনি টেস্টের মাঝেই তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে। শত চেষ্টা করেও দলের কঠিন সময়ে হাত ঘোরাতে পারেননি তিনি। তখনই বোঝা গিয়েছিল, পুরানো চোট বেশ কিছুদিন ভোগাবে বুমবুমকে। চিকিৎসকরা তাঁকে পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি। একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচেও দলে রাখা হয়নি তাঁকে। তবে শর্তসাপেক্ষে ওই সিরিজের তৃতীয় ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর নাম রাখা হয়েছে। এখন সবকিছু নির্ভর করছে ফিটনেস টেস্ট রিপোর্টের উপর। আসলে ১১ ফেব্রুয়ারির মধ্যে আইসিসি’র কাছে চূড়ান্ত দল পাঠাতে হবে। তাই বুমরাহকে নিয়ে অনন্তকাল অপেক্ষার অবকাশ নেই। দু’একদিনের মধ্যেই ছবিটা স্পষ্ট হবে।
দলের সেরা স্ট্রাইক বোলারকে নিয়ে অনিশ্চয়তার কথা মাথায় রেখে বর্ষীয়ান মহম্মদ সামিকে ফেরানো হয়েছে ভারতীয় স্কোয়াডে। চোটের কারণে তিনিও ১৪ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে ভালো বল করলেও ১০ ওভার হাত ঘেরানোর ধকল কি নিতে পারবেন তিনি? তাই বুমরাহর ফিট হয়ে ওঠা খুবই জরুরি। একান্তই যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন, তাহলে বিকল্প হিসেবে হর্ষিত রানাকে ভাবা হচ্ছে। টি-২০ সিরিজে রাজকোটে কনকাশন সাব হিসেবে নেমে দুর্দান্ত বল করেছিলেন হর্ষিত। তবে বুমরাহর কোনও বিকল্প নেই ভারতীয় দলে। সব ফরম্যাটে ‘বুমবুম’ই যে গৌতম গম্ভীরের ‘মুশকিল আসান’!
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা