বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অনুশীলনে আলবার্তো, স্বস্তিতে কোচ মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটের কারণে মিনি ডার্বিতে আলবার্তো রডরিগেজকে পায়নি মোহন বাগান। উদ্বেগ কাটিয়ে সোমবার অনুশীলনে ফিরলেন তিনি। আগামী ৫ ফেব্রুয়ারি যুবভারতীতে মোলিনা ব্রিগেডের সামনে পাঞ্জাব এফসি। ওই ম্যাচে আলবার্তো কী খেলবেন? সূত্রের খবর, ম্যাচের আগের দিন স্প্যানিশ ডিফেন্ডারের কন্ডিশন দেখেই সিদ্ধান্ত। তবে আলবার্তোর প্র্যাকটিসে নামা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আসলে কার্ড সমস্যায় নেই টম আলড্রেড। এরপর আলবার্তোও বাইরে থাকলে রক্ষণ সাজাতে সমস্যায় পড়তেন কোচ হোসে মোলিনা। চলতি আইএসএলে মোহন বাগানের ১১টি ক্লিনশিট বজায় রাখার ক্ষেত্রেও আলবার্তোর অবদান বিশাল। রক্ষণ আগলানোর পাশাপাশি লক্ষ্যভেদেও সাবলীল তিনি। এখনও পর্যন্ত চারটি গোল করেছেন স্প্যানিশ ডিফেন্ডার। সবমিলিয়ে তিনি ফেরায় স্বস্তিতে কোচ মোলিনা। পাশাপাশি, মাঝমাঠে আপুইয়ার পরিবর্ত নিয়েও ভাবিত মোহন বাগান কোচ। অনিরুদ্ধ থাপা আনফিট। এমনকী দলের ইঞ্জিন গ্রেগ স্টুয়ার্টও মিইয়ে রয়েছেন। যুবভারতীতে লুকা মাচেন, ভিদালদের ঘাড়ে চাপতে দিলে মুশকিল। প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে দ্রুত গোল দরকার। তাই  সেটপিসে বাড়তি জোর দিচ্ছেন মোলিনা। চলতি মরশুমে অধিকাংশ জয় এসেছে সেই পথ ধরেই। ফ্রি-কিক বা কর্নারের ক্ষেত্রে আলবার্তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
সোমবার বিকেলে যুবভারতীতে মোহন বাগান অনুশীলনে হাজির বহু সমর্থক। আইএসএলের লিগ-শিল্ডের গন্ধ পেয়ে গিয়েছেন তারা। বুধবার ঘরের মাঠে পাঞ্জাব বধ করলেই ২০ ম্যাচে ৪৬ পয়েন্টে পৌঁছে যাবে পালতোলা নৌকা। সেক্ষেত্রে বাকি চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করলেই কেল্লা ফতে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের থেকে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে মোহন বাগান। আর গোয়া ৩৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে। অর্থাৎ মানোলো ব্রিগেড পিছিয়ে ১০ পয়েন্টে। জামশেদপুর ও এফসি গোয়া মোহন বাগানের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। অর্থাৎ কামিংসরা পয়েন্ট খোয়ালে দারুণভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে চলে আসবে বাকি দুই দল। আর তা বুঝেই তিন পয়েন্ট পেতে মরিয়া হোসে মোলিনা। অন্যদিকে বেঙ্গালুরুকে হারিয়ে ছন্দে ফিরেছে পাঞ্জাব। অ্যাওয়ে ম্যাচে ভিদাল লাল কার্ড দেখার পর তাদের জারিজুরি শেষ হয়ে যায়। তবে দলের ব্যালান্স বেশ ভালো। চোট কাটিয়ে ফিরেছেন অন্যতম সেরা মিডফিল্ডার ফিলিপ। বিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চান না মোলিনা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা