বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অনুশীলনে সাউল, আনফিট আনোয়ার
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবারের যুবভারতীতে অবাক করা দৃশ্য। বিকেলে স্টেডিয়াম সংলগ্ন প্র্যাকটিস মাঠে পাশাপাশি অনুশীলন সারল দুই প্রধান। মাঝখানে তারের জালের ফেন্সিং। মোহন বাগান সমর্থকদের ঘেরাটোপে বন্দি লাল-হলুদের ক্লেটন সিলভা। সেলফির আবদার মিটিয়ে হাসিমুখে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার। চিরকালীন রেষারষির বাইরে এমন ছবি সত্যিই বিরল। এদিকে, ক্যামেরুনের এক ফুটবলারের সঙ্গে কথা এগল ইস্ট বেঙ্গলের। দ্রুত সই করিয়ে তাঁকে নিয়ে আসার ভাবনা ম্যানেজমেন্টের।
আইএসএলে আগামী শনিবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। জিতলে সুপার সিক্সের ক্ষীণ আশা টিকে থাকবে। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লেটন  কি মাঠে নামবেন? মরশুমের শুরু থেকেই পিঠের চোটে কাবু তিনি। মুম্বইতে চিকিৎসা করিয়ে শহরে ফিরলেও ট্রেনিং করার জায়গায় নেই। সূত্রের খবর, মেডিক্যাল টিমের অনুমতি ছাড়া অনুশীলনে নামবেন না ক্লেটন। তবে সাউল ক্রেসপো ও রাকিপ অনেকটাই ফিট। বল পায়ে কিছুক্ষণ হার্ড ট্রেনিং করেন সাউল। ৭ ডিসেম্বর এই চেন্নাইয়ানের বিরুদ্ধে চোট পেয়েই মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার। প্রায় দু’মাস পরে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। ফি বছরই দীর্ঘ সময় ছিটকে যাচ্ছেন ক্রেসপো। তাই অনেকেই বিরক্ত। 
পাশাপাশি, দলের সঙ্গে যোগ দিলেন আনোয়ার। পায়ের পাতার হাড়ে চিড় ধরার পর দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। মঙ্গলবার স্রেফ হাল্কা জগিং সেরে মাঠ ছাড়েন। চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁর স্কোয়াডে ফেরা মুশকিল। থিঙ্কট্যাঙ্কের ধারণা, পরের মহমেডান স্পোর্টিং ম্যাচের আগে ফিট হবেন আনোয়ার। তিনি স্কোয়াডে ফিরলে বিকল্প বাড়বে। ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে অহেতুক তাড়াহুড়ো করতে নারাজ কোচ অস্কার। 
অন্যদিকে, যুব লিগে জিতল ইস্ট বেঙ্গল। নৈহাটিতে ডায়মন্ডহারবার এফসি’কে ৪-২ গোলে হারায় তারা। জোড়া লক্ষ্যভেদ সুরজিৎ দত্তর। স্কোরশিটে নাম তোলেন সুমন দে,  সায়ন ব্যানার্জিও। ডেভেলপমেন্ট লিগের ডার্বি রবিবার। গ্রুপ লিগে দুই প্রধানের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা