বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

‘২০ মিনিট পরেই অবতরণ করব’, স্ত্রীর ফেরার অপেক্ষায় স্বামী

ওয়াশিংটন: আর ২০ মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে। শেষ বার্তায় স্বামীকে এমনটাই জানিয়েছিলেন স্ত্রী। অবতরণের আগেই মার্কিন সেনার হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষ হয়। পোটোম্যাক নদীতে পরে যায় বিমান ও হেলিকপ্টার। তারপরেই যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  দুর্ঘটনাগ্রস্ত বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ বিমানটিতে ছিলেন ৬৪ জন যাত্রী। তাঁদের মধ্যেই ছিলেন হামাদ রাজার স্ত্রী। মাত্র দু’বছর আগেই দু’জনের বিয়ে হয়েছিল। 
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামাদ বলেন, ‘ও আমায় জানিয়েছিল, আর ২০ মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে। মেসেজ পাওয়ামাত্র উত্তর দিয়েছিলাম। তবে মেসেজের সেই উত্তর ওর কাছে পৌঁছয়নি। তখনই মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে।’ তার কয়েক মিনিট পরেই বিমান দুর্ঘটনার খবর পান হামাদ। স্ত্রীর মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাননি হামাদ। তাই তাঁর বেঁচে থাকার আশা ছাড়তে নারাজ। হামাদের কথায়, ‘আশা করছি, ওকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হবে।’ 
রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছেই থাকেন রয় বেস্ট। বিমান-কপ্টার সংঘর্ষের দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন না তিনি। বেস্ট বলেন, ‘প্রথমেই তীব্র বিস্ফোরণ শুনতে পাই। বাঁদিকে তাকাতেই প্রথমে একটি আগুনের গোলা দেখি। বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আতঙ্কে চিৎকার করে ওঠে আমার প্রতিবেশী।’
সংঘর্ষের পরেই কন্ট্রোল টাওয়ারকে খবর দেন আর একটি বিমানের পাইলট। রেডিও মারফত দেওয়া সেই বার্তা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। টাওয়ারকে ওই ব্যক্তি বলেন, ‘কিছুক্ষণ আগে আকাশে আগুনের বিশাল একটি গোলা দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে সেটি উধাও হয়ে গেল।’
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা