বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

কানাডার উপর চড়া হারে আমদানি শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা ‘প্রত্যাঘাত’ ট্রুডোর

ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই কঠোর ডোনাল্ড ট্রাম্প। গতকাল, শনিবার মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি, চীন থেকে আমেরিকায় আমদানি হওয়া পণ্যের উপর ১০ শতাংশ  হারে আমদানি শুল্ক বসানোর কথাও তিনি ঘোষণা করেছেন। গতকালই তিনি এই সংক্রান্ত কয়েকটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। ট্রম্পের এই পদক্ষেপের ফলে বিশ্বেজুড়ে নতুন ‘বাণিজ্য যুদ্ধের’ সূচনা হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে অভিমত অর্থনীতিবিদদের একাংশের।
ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, চীনের পণ্যের উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ। তবে কানাডা থেকে আমদানি হওয়া শক্তি পণ্য অর্থাৎ খনিজ তেল, প্রকৃতিক গ্যাস এবং আমদানিকৃত বিদ্যুতের উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ। আগামী মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, “বেআইনি অভিবাসন এবং মাদক দ্রব্য বর্তমানে আমেরিকার মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম। তাই দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত।”
অন্যদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরই পাল্টা ‘প্রত্যাঘাত’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ হারে তিনি শুল্ক আরোপ করেছেন। আগামী ২১ দিনের মধ্যে এই তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রুডো। তিনি জানিয়েছেন, কানাডায় যে পরিমাণ মার্কিন পণ্য আমদানি করা হয় তার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। এই বিপুল পরিমাণ পণ্যের উপর এবার থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সিদ্ধান্তের ফলেই কানাডা এই নয়া শুল্কনীতির প্রবর্তন করল বলে জানিয়েছেন ট্রুডো।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা