বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক চাপালেন ট্রাম্প

ওয়াশিংটন: আমেরিকার নাগরিকদের রক্ষা করতে হবে। আর তার জন্য আমদানি শুল্ক বৃদ্ধিকেই হাতিয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প! বাণিজ্যক্ষেত্রে দীর্ঘদিনের তিন সঙ্গী মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক চাপানোর নির্দেশে শনিবার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় এসেই তিন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক চাপাবেন বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই অনুযায়ীই পদক্ষেপ নিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট যে নির্দেশে সই করেছেন, তাতে এখন থেকে কানাডা, মেক্সিকো থেকে আমেরিকায় পণ্য আমদানি হলেই ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। আর চীন থেকে পণ্য আমদানি করলেই শুল্ক চাপবে ১০ শতাংশ । অথচ, প্রথমবার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প নিজেই মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি সাক্ষর করছিলেন। সেই চুক্তির ভবিষ্যতও কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ট্রাম্পের পদক্ষেপের পর পাল্টা ‘শুল্ক যুদ্ধ’ শুরু করার বার্তা দিয়েছে তিন দেশই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা ঘোষণা করে দিয়েছেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর এখন থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। মেক্সিকোও মার্কিন পণ্যের শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে। অন্যদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে বেজিং জানিয়েছে, তারা নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে চীন। সাধারণ মার্কিন নাগরিকদের স্বার্থেই শুল্কবৃদ্ধির কথা ট্রাম্প বললেও, আদতে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, শুল্ক বৃদ্ধির ফলে গাড়ি, খাদ্য ও জ্বালানি সহ বিভিন্ন শিল্পে ব্যাপক প্রভাব পড়বে। যার জেরে মুদ্রাস্ফীতির মুখে পড়তে পারে আমেরিকা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জ্বালানি, আবাস ও যানবাহনের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে তা সাধারণ মার্কিন নাগরিকদের কীভাবে সাহায্য করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক চাপিয়ে মেক্সিকো বা কানাডার আদতে কোনও লাভ হবে না বলেও সতর্ক করে দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, এর ফলে মন্দার শিকার হতে পারে পারে ওই দুই দেশ।
ট্রাম্পের নির্দেশ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘হোয়াইট হাউসের এই পদক্ষেপ আমাদের কাছে টানার বদলে আরও দূরে ঠেলে দেবে।’ প্রতি বছর আমেরিকা থেকে ১০৬ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী কানাডায় আমদানি করা হয়। তার উপরেই এখন থেকে ২৫ শতাংশ কর চাপবে। ট্রুডো জানিয়েছেন, ফল, সব্জি, গৃহস্থালির সামগ্রী, কাঠ ও প্লাস্টিকের সামগ্রী, মদের মতো যাবতীয় সামগ্রী এর আওতায় আসবে। আফগানিস্তানে মার্কিন সেনার সঙ্গে মিলিতভাবে যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ে আমেরিকার পাশে থাকার কথাও মনে করিয়ে দিয়েছেন ট্রুডো। অন্যদিকে, মেক্সিকো সরকারের সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগ থাকার যে অভিযোগ ট্রাম্প তুলেছেন, তা এদিন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিইনবাম। তিনি জানিয়েছেন, মেক্সিকোর স্বার্থরক্ষার জন্য তিনি ‘প্ল্যান বি’ কার্যকর করার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, রবিবার চীনের বাণিজ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্পের পদক্ষেপ ‘ভ্রান্ত’। এতে বেজিং তীব্র অসন্তুষ্ট ও তারা এর কঠোর বিরোধিতা করছে। বিবৃতিতে বলা হয়েছে, বেজিং বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করবে। কারণ আমেরিকার এভাবে একতরফা শুল্ক আরোপ ডব্লিউটিও-র আইন লঙ্ঘন করছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা