বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

আফগানিস্তানে বন্ধ হল একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন!

কাবুল, ৫ ফেব্রুয়ারি: তালিবান শাসিত আফগানিস্তানে আরও বিপন্ন নারী স্বাধীনতা। ঘরে কাজের সময় মহিলাদের যাতে বাইরে থেকে দেখা না যায় তার জন্য বাড়ির জানলা বন্ধ, প্রয়োজনে দেওয়াল তুলে তা বুজিয়ে দেওয়ার ফতোয়া আগেই জারি হয়েছিল। এবার বন্ধ করা হল সেদেশের একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন রেডিও বেগম। এমনকী বাজেয়াপ্ত করা হয়েছে সেখানকার কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ফোন-সহ প্রায় সবকিছুই। পাশাপাশি আটক করা হয়েছে সেখানে কর্মরত সমস্ত মহিলা কর্মীদের এবং  দু’জন পুরুষ কর্মীকে। তাঁদের বিরুদ্ধে সম্প্রচারের ক্ষেত্রে সেদেশ যে নীতি রয়েছে তা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি রেডিও স্টেশনের লাইসেন্সেরও অপব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আফগান সরকার। অন্যদিকে, রেডিও স্টেশনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে কোনও ধরনের রাজনৈতিক বিষয় থেকে দূরেই থাকতেন তাঁরা। বরং স্বাস্থ্য, মনস্তত্ত্ব ও আধ্যাত্মিক সংক্রান্ত বিষয় নিয়েই সম্প্রচার করা হত। মূলত তাঁদের লক্ষ ছিল মহিলাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাঁদের শিক্ষামুখী করা। প্রসঙ্গত, আফগানিস্তানে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের জন্য সুনাম রয়েছে রেডিও বেগমের। ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবসেই  শুরু হয়েছিল এই রেডিও স্টেশন। এখানে মূলত মহিলাদের জন্যই অনুষ্ঠান সম্প্রচারিত করা হত এবং মহিলা কর্মীদের দ্বারাই রেডিও স্টেশনটিও পরিচালিত হত। দেশের মহিলাদের যাতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, স্কুল-কলেজমুখী হয় তার চেষ্টা করা হত। পাশাপাশি চলত গল্পের বই পাঠের আসরও। কিন্তু এই রেডিও স্টেশন শুরুর মাত্র ৫ মাস পরই আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান। মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। লাগু করা হয় নানা তালিবানি আইন।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা