বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী ভারতীদের নিয়ে পাঞ্জাবে নামল মার্কিন সেনার বিমান

অমৃতসর, ৫ ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিনা অনুমতিতে আমেরিকায় বসবাসকারীদের অবিলম্বে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। রোখা হবে অনুপ্রবেশকারীদেরও। সেই অনুযায়ী প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নানা দেশের প্রচুর মানুষকে আমেরিকায় আটক করা হয়েছে। পাশাপাশি তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে তালিকাও। সেই তালিকা অনুযায়ী আজ, বুধবার আমেরিকা থেকে ১০৪ জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। অভিযোগ, তাঁরা সকলেই আমেরিকায় বেআইনিভাবে বসবাস করছিলেন।
আপাতত বিমানবন্দরেই সমস্ত যাত্রীদের জন্য খাবার, জল এবং শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, এই অভিবাসীদের তালিকায় রয়েছেন ৭৯ জন পুরুষ এবং ২৫ জন মহিলা। এছাড়াও ওই বিমানে ভারতে এসেছেন ১১ জন মার্কিন ক্রু এবং একাধিক সেনা আধিকারিক। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার জানিয়েছে, বিমানে আসা সকল ভারতীয়দের সহায়তা করা হবে। পাশাপাশি তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হবে। এমনকী তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কী না সেটি দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারতীয়দের জন্য দেশের দরজা সবসময় খোলা। আমরা চাই, যে কোনও দেশেই ভারতীয়রা বৈধভাবে থাকুন। যদি কোথাও ভারতীয়রা অবৈধভাবে রয়েছেন খবর পাওয়া যায় তাহলে আমরা তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত।
জানা যাচ্ছে, ভারতের পাশাপাশি ব্রাজিল, পেরু, গুয়াতেমালা এবং হণ্ডুরাসেও মার্কিন সেনার বিমান করে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এই আবহেই চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই এই সফর। আগামী ১৩ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন মোদি। উল্লেখ্য, আমেরিকায় বসবাসকারী অবৈধ বাসিন্দাদের মধ্যে ভারতীয়রা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। সেদেশে সবথেকে বেশি অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী হল মেক্সিকোর বাসিন্দারা। দ্বিতীয় স্থানেই রয়েছে সালভাদোরের নাগরিকরা।
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা