বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দশ বছরে দ্বিগুণ বিনিয়োগ, ১ লক্ষ কর্মসংস্থান, শিল্প সম্মেলনে বড় ঘোষণা আম্বানির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে বড় ঘোষণা করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। ১০ বছরে এ রাজ্যে দ্বিগুণ বিনিয়োগ ও ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতির পাশাপাশি একাধিক বড় ঘোষণা করেছেন আম্বানি।
বেঙ্গল বিজনেস সামিটের প্রথম দিনে রিলায়েন্স কর্ণধার জানান, প্রতিবার আগের বারকে ছাপিয়ে যায় বাণিজ্য সম্মেলন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মমতা দিদির নেতৃত্বে আজকে বেঙ্গল মিনস বিজনেস।’ রিলায়েন্সের বিনিয়োগ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে আম্বানি জানান, ২০১৬ সালে এরাজ্যে কোম্পানির বিনিয়োগ ছিল ২০০০ কোটি টাকার কম। কিন্তু, এখন এখানে ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। আগামী ১০ বছরের মধ্যে এই বিনিয়োগ দ্বিগুণ হবে এবং রাজ্যে  প্রায় এক লক্ষ কর্মসংস্থান হবে। তিনি বলেন, “আগামী এক দশকে রাজ্যে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ বেড়ে হবে এক লক্ষ কোটি টাকা। আগামী বছর দীঘায় ডেটা সেন্টারও চালু করা হবে। ”
বিজিবিএস-এ আগত শিল্পপতিদের উদ্দেশে আম্বানি বলেন, “এই মুহূর্তে বাংলা ইকোনমি ও ব্যবসায়িক ক্ষেত্রে এক রেনেসাঁ প্রত্যক্ষ করছে। এটাই বাংলায় বিনিয়োগ করার মোক্ষম সময়। বাংলার মানুষই হল বাংলার সব থেকে বড় শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ব্যবসার ক্ষেত্রকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে।”
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা