বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লিতে ভোটগ্রহণ সম্পন্ন, ২৫ বছর পর ঝাড়ুকে চাপে ফেলবে পদ্ম?

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি: আজ, বুধবার দিল্লিতে হয়ে গেল বিধানসভা নির্বাচন। এবার আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবারের দিকে নজর বিজেপি, আপ ও কংগ্রেস শিবিরের। গত ২৫ বছরের খরা কাটিয়ে নরেন্দ্র মোদির বিজেপি কি এবার দিল্লির মসনদে? নাকি ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক গড়বে কেজরিওয়ালের দল? তা নিয়েই এখন চলছে দড়ি টানাটানি। অন্যদিকে, কংগ্রেসের কাছে দিল্লি জয় আপাতত ‘দূরের পথ’। তবে লড়াই ছাড়তে রাজি নয় হাত শিবিরও।
আজ, দিনভর ভোটদানের পর বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭০ শতাংশ। সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। তারপর থেকেই সামনে আসছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। যা দেখে কিছুটা হলেও চাপে কেজরিওয়ালের শিবির। কারণ, একাধিক এক্সিট পোলের দাবি, কানঘেঁষা মার্জিনে দিল্লিতে আপকে ক্ষমতাচ্যুত করতে পারে পদ্মশিবির। যদিও এখনই এই সমীক্ষায় পাত্তা দিতে রাজি নন আপ নেতারা।
উল্লেখ্য বিষয় হল, এর আগে দিল্লিতে ২০১৫, ২০২০ সালে টানা জয়লাভ করেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। মুখ্যমন্ত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেন কেজরি। কিন্তু, এবারের পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি, দিল্লিতে আবগারি দুর্নীতি সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারির মামলায় জড়িয়েছেন আপ সুপ্রিমো। এমনকী তাকে জেলেও কাটাতে হয়েছে বেশ কয়েকমাস। এমন পরিস্থিতিতে জামিনে জেলমুক্তির পর আতিশীকে নতুন মুখ্যমন্ত্রী করে দল। ফলে, আপ-এর জন্যও এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, সুযোগ বুঝে কোমর কষে প্রস্তুতি সেরেছে বিজেপিও। হেভিওয়েট নেতাদের প্রচার থেকে শুরু করে দিল্লি দখলের হুঙ্কার, ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিছুই বাদ রাখেনি পদ্ম শিবির। তবে শেষ পর্যন্ত শেষ কথা বলবে জনতাই। তাঁদের রায় কোনদিকে, তা জানা যাবে ৮ ফেব্রুয়ারি, শনিবারই। সেদিকে তাকিয়েই গোটা দেশবাসী।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা