বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

তাণ্ডব অব্যাহত, বঙ্গবন্ধুকেই মুছে ফেলার চেষ্টা বাংলাদেশে, দর্শকের ভূমিকায় স্বৈরাচারী ইউনুস

ঢাকা: রাতভর বুলডোজার তাণ্ডবেও শেষ হল না মৌলবাদী আক্রোশ। ‘নতুন’ বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা চলল বৃহস্পতিবার। ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি প্রায় নিশ্চিহ্ন। সেখান থেকে শুরু হওয়া হামলা গণ-হিস্টিরিয়ার মতো ছড়িয়ে পড়ল গোটা দেশে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পাবনা, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সর্বত্র কলেজ-বিশ্ববিদ্যালয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ম্যুরাল। আওয়ামি লিগের নেতা-প্রাক্তন মন্ত্রী, এমপিদের বাড়িতে চলেছে ভাঙচুর-আগুন লাগানো। দর্শকের ভূমিকায় ছিল ‘স্বৈরাচারী’ ইউনুসের সরকার। খবর পেয়েও ‘নিরাপত্তার অভাবে’র অজুহাতে বঙ্গবন্ধুর বাসভবনে আসেনি দমকল। বিকেল গড়াতেই অবশ্য শুরু হয় ইউনুস বিরোধীদের ধরপাকড়। সন্ধ্যায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী তথা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। জামালপুরে তাঁর গ্রামের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। এরই মধ্যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত বলে জানিয়েছে ইউনুস সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
ছ’মাস আগে শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গেই আগুন ধরানো হয়েছিল বঙ্গবন্ধু ভবনে। বুধবার দু’টি বুলডোজার এনে সেই অগ্নিদগ্ধ বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এদিন সকালেও অবশ্য ভাঙচুর থামেনি। উন্মত্ত জনতা হাতে তুলে নেয় শাবল-হাতুড়ি। তখনও ৫ নম্বর ধানমন্ডি রোডে হাসিনার বাড়ি ‘সুধা সদনে’র দোতলায় আগুন নেভেনি। বাড়ির সামনে পড়ে ফ্রিজ, খাট, ওয়ারড্রোব, সোফা সহ নানা সামগ্রী। ঢিল ছোঁড়া দূরত্বে বঙ্গবন্ধু ভবন-মিউজিয়ামে ফিরে এসেছে অবাধে লুটপাটের স্মৃতি। আল আমিন নামে জনৈক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন। এসব নিয়ে কী করবেন? জানতে চাইলে ওই ব্যক্তির জবাব, ‘বিক্রি করে দিমু। সেই টাকায় ভালোমন্দ খামু।’ নামাজ শেষে আসতে দেরি হওয়ায় অনেকের রাগ গিয়ে পড়ে বাগানে থাকা নারকেল গাছের উপরে। গাছটি কেটে ফেলে কয়েকজনকে ডাব ছিঁড়ে নিতে দেখা যায়। বিকেল ৪টে নাগাদ গোরু জবাই করে সেখানে পালিত হয় ‘উৎসব’।
গত ২৪ ঘণ্টায় দেশের অন্তত ৩০০ স্থানে হামলার খবর পাওয়া গিয়েছে। সকালেই নোয়াখালীতে আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মারমুখী জনতা। ঝালকাঠিতে হামলা চলে প্রাক্তন মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে। রাজশাহীতে প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী, বরিশালে প্রাক্তন মেয়র সাদিক আবদুল্লার বাড়িও আক্রান্ত হয়। পাবনা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী ও মাদারীপুরে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাতে অবশ্য ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনও হেলদোল নেই। উল্টে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি, ‘এটা হাসিনার উস্কানির জেরে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ।’ চাপা হুঁশিয়ারি দেওয়া হয়েছে নয়াদিল্লিকেও। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে প্রতিবাদ জানিয়েছে ইউনুস সরকার। একই সুর জামাতের আমির শফিকুর রহমান এবং বিএনপির হাফিজউদ্দিন আহমেদের গলায়। যদিও জাতীয় সমাজতান্ত্রিক দল গোটা ঘটনাপ্রবাহের তীব্র নিন্দা করেছে।
আশার কথা হল, এই উন্মত্ততার মধ্যেও শোনা গিয়েছে প্রতিবাদ। ‘মুজিবের বাড়ি ভাঙছেন কেন?’ প্রশ্ন তোলায় বঙ্গবন্ধু ভবনের সামনে এক মহিলা সহ দু’জনকে ব্যাপক মারধর করা হয়। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা