দীর্ঘ সময় পর আবার পর্দায় ফিরলেন বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশ। জিফাইভে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘হিসাব বরাবর’। এই ছবিতে আর মাধবন এবং কীর্তি কুলহারির সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা শেয়ার করলেন নীল।
নেগেটিভ চরিত্রে আপত্তি
‘হিসাব বরাবর’ ছবিতে নীলের চরিত্রটি নেগেটিভ। ‘সাহো’ ছবির পর আবার ‘অ্যান্টাগনিস্ট’ হিসেবে অভিনয় করা নিয়ে নাকি প্রথমদিকে আপত্তিই ছিল অভিনেতার। তিনি বললেন, ‘অভিনেতা হিসেবে নিজেকে ‘রিপিট’ করতে চাইনি। কিন্তু পরিচালক অশ্বিনী ধীর ছবির চিত্রনাট্য পড়ে শোনানোর পর আমার চরিত্রটা বেশ ভালো লেগেছিল। রিপিট মনে হয়নি। সেকারণেই রাজি হয়েছিলাম।’
পারিবারিক ঐতিহ্য
‘মুকেশ’ পরিবারের অংশ হওয়ার জন্য গর্ববোধ করেন নীল। পারিবারিক ঐতিহ্য ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে গুরুদায়িত্ব। ‘আমার কাঁধে ‘মুকেশ’ পরিবারের যে গুরুভার আছে, তার যেন যথাযথ মর্যাদা আমি দিতে পারি। ঠাকুরদা (মুকেশ) এবং বাবার (নীতিন মুকেশ) সঙ্গে আমার নাম উচ্চারিত হয়, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। মুকেশ পরিবারে জন্ম না হলে হয়তো আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না। ওঁদের ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই’, বলেন তিনি।
তারকা সন্তানের স্ট্রাগল
পারিবারিক ঐতিহ্য থাকলেও বলিউডে কেরিয়ার তৈরি করা নীলের পক্ষে সহজ ছিল না। স্টার কিডদের চ্যালেঞ্জ কতটা কঠিন? নীলের জবাব, ‘স্টারকিড হওয়া বা না হওয়াটা বড় বিষয় নয়। স্ট্রাগল প্রত্যেকের থাকে। স্ট্রাগল থেকে শেখা যায়, নতুন সুযোগও আসে। নিজের অভিজ্ঞতা থেকে একথা বলছি। আমার স্ট্রাগলের কথা অনেকেরই জানা নেই। অনেকেই হয়তো ভাবেন ‘মুকেশ’ পরিবারের অংশ হওয়ার জন্য আমি সহজে সুযোগ পেয়েছি। কিন্তু সত্যি বলতে মুকেশজি-র নাতি হয়েও আমাকে কেউ সুযোগ দেননি। একটা সময় প্রতিদিন সরকারি বাসে করে জুহুতে গিয়ে প্রযোজকদের দরজায় কড়া নাড়তাম। কেউ দেখা করতেন, আবার কেউ করতেন না। একটা সুযোগ পেতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তবে প্রতিভা না থাকলে, পারিবারিক ঐতিহ্য যত বড়ই হোক না কেন, জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়।’
গায়কের আত্মপ্রকাশ
লেখক এবং প্রযোজক হিসেবে এবছর তাঁর নতুন কাজ আসছে বলে জানান নীল। তাহলে কি এবার গান গাইবেন? হেসে নীল বলেন, ‘মুকেশজি এবং নীতিন মুকেশ জি-র সঙ্গে তুলনা করা হবে ভেবে গান গাইতে আমি ভয় পাই। তবে আজকাল দেখি সবাই গান গাইছে। ওদের থেকে তো আমি ভালো গান গাই। পারিবারিক ঐতিহ্য থেকে এটা তো একটু পেয়েছি। ভাবছি এবছর গায়ক হিসেবে আপনাদের সামনে আসব। তবে কোন স্বাদের গান গাইব, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি।’
দেবারতি ভট্টাচার্য, মুম্বই