বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রিয়ালকে টেক্কা দিতে মরিয়া ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। গত তিন মরশুমে প্রতিবারই নক-আউটে পর্বে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের অন্যতম দুই হেভিওয়েট দল। ২০২২ সালে শেষ চারের লড়াইয়ে সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছয় রিয়াল। আর পরের মরশুমে সেমি-ফাইনালের আসরেই মধুর প্রতিশোধ নিয়েছিল পেপ ব্রিগেড। গতবার অবশ্য শেষ আটের লড়াইয়ে ফের ম্যান সিটিকে টেক্কা দেয় রিয়াল। তবে এবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বেই পরস্পরের মুখোমুখি হচ্ছে তারা। চলতি মরশুমেই পুরোপুরি ভিন্ন ফরম্যাটে ৩৬ দলে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। ইতিমধ্যেই গ্রুপ পর্ব শেষে প্রি কোয়ার্টার-ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে আটটি দল। বাকি আটটি স্লটের জন্য প্লে-অফ খেলবে হবে পরের ১৬টি দলকে। আর শুরুতেই রিয়াল ও ম্যান সিটি দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। সাম্প্রতিক ফর্মের নিরিখে মঙ্গলবার প্রথম লেগে এগিয়ে থেকে মাঠে নামবে রিয়াল। তবে যাবতীয় ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘরের মাঠে ভালো পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য পেপ ব্রিগেডের।
চলতি মরশুমে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগ জয়ের আশা আগেই শেষ হয়ে গিয়েছে পেপ ব্রিগেডের। গত ম্যাচে এফএ কাপের লড়াইয়ে তৃতীয় সারির দলের বিরুদ্ধে কোনওক্রমে জয় পায় তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে টিকে থাকতে ঘরের মাঠে জয় প্রয়োজন। তবে রিয়ালের শক্তিশালী আপফ্রন্টকে শান্ত রাখাই চ্যালেঞ্জ সিটি ডিফেন্ডারদের। উল্লেখ্য, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ আটটি ম্যাচে ৯বার জাল কাঁপিয়েছেন কিলিয়ান এমবাপে। এছাড়া গোলের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস, বেলিংহ্যাম, রডরিগোরা। পক্ষান্তরে, চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই আর্লিং হালান্ড। তবে মঙ্গলবার রিয়াল-বধের জন্য নরওয়ে তারকার দিকেই তাকিয়ে থাকবেন সিটিজেনরা। কোচ পেপও দলের ভালো ফলের ব্যাপারে আশাবাদী।
প্লে-অফের অপর ম্যাচে ব্রেস্টের মুখোমুখি হবে পিএসজি। চলতি মাসের শুরুতেই ফরাসি লিগে মুখোমুখি হয়েছিল দু’দল। অ্যাওয়ে ম্যাচে ডেম্বেলের হ্যাটট্রিকে ভর করে ৫-২ গোলে জয় পেয়েছিল এনরিকে ব্রিগেড। মঙ্গলবারও সেই ছন্দ ধরে রেখে প্রথম লেগে বড় ব্যবধানে জিতে শেষ ষোলোর দিকে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য প্যারিসের ক্লাবটির। অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। আর ঘরের মাঠে জুভেন্তাস মুখোমুখি হবে পিএসজি’র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা