বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কেরলের বিরুদ্ধে মাঝমাঠ চিন্তায় রাখছে মোলিনাকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের লিগ-শিল্ড জিতে দ্বিতীয়বার ভারতসেরা হওয়ার হাতছানি মোহন বাগানের সামনে। ২০ ম্যাচে মোলিনা ব্রিগেডের পয়েন্ট ৪৬। বাকি আরও চারটি ম্যাচ। এমন পরিস্থিতিতে আগামী শনিবার কোচিতে কামিংসদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। অপেক্ষা তিন পয়েন্টের। ট্রফি কার্যত পৌঁছে যাবে ইডেনের সামনে। পাশাপাশি বুধবার মুম্বই সিটির মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। মানোলো মার্কুয়েজের দল পয়েন্ট হারালে সোনায় সোহাগা। রীতিমতো ক্যালকুলেটর হাতে অঙ্ক কষছেন সবুজ-মেরুন সমর্থকরা। স্প্যানিশ কোচ অবশ্য বাস্তববাদী। ম্যাচ অনুযায়ী পরিকল্পনা তৈরি করেন মোলিনা। অহেতুক আবেগে ভাসতে নারাজ তিনি।
যুবভারতীতে মোহন বাগানকে শক্ত পরীক্ষার মুখে ফেলে দেয় কেরল। পিছিয়ে পড়েও আলবার্তোদের দুরন্ত কামব্যাক আইএসএলের অন্যতম সেরা। অ্যাওয়ে ম্যাচেও সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে কেরল। তার উপর কার্ড সমস্যায় গ্রেগ স্টুয়ার্টকে পাচ্ছেন না মোলিনা। স্কটিশ ফুটবলারের পরিবর্তে খেলতে পারেন কামিংস। এখানেই শেষ নয়। চোট রয়েছে অনিরুদ্ধ থাপা আর সাহালের। এমনকী আশিস রাইও খোঁড়াচ্ছেন। ফলে মাঝমাঠ নিয়ে বেশ চিন্তিত থিঙ্কট্যাঙ্ক। প্রথম দলে একাধিক বদলের সম্ভাবনা প্রবল। কেরলের প্রধান শক্তি তাদের আপফ্রন্ট। বিশেষ করে নোয়া সাদিউ, পেফরা, গিমিনেজ আর আদ্রিয়ান লুনা লক্ষ্যভেদের ক্ষমতা রাখেন। উইং থেকে কাট করে জাল কাঁপাতে দক্ষ নোয়া। আশিস রাই না পারলে হয়তো দীপ্যেন্দু বিশ্বাসকে রাইট উইং ব্যাকে খেলানো হবে। বঙ্গসন্তান লম্বা রেসের ঘোড়া। পাঞ্জাবের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন দীপ্যেন্দু। তাঁর উপরেই ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি অবাক করেছেন জেসন কামিংসও। উইথড্রন স্ট্রাইকারের ভূমিকায় লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ তিনি। অজি ফুটবলার গোলের পাশাপাশি অ্যাসিস্ট করছেন। কখনও স্টুয়ার্টের ঘাটতিও ঢেকে দিচ্ছেন তিনি। অজি বিশ্বকাপারকে রোখা কেরল ডিফেন্সের অ্যাসিড টেস্ট। পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক ম্যাকলারেনও চনমনে। আগামী ১৪ ফেব্রুয়ারি কেরল উড়ে যাচ্ছে মোহন বাগান।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা