বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

হোয়াইটওয়াশ করাই লক্ষ্য রোহিত বাহিনীর

আমেদাবাদ: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। ব্যর্থতার কানাগলি থেকে রোহিত শর্মার ফর্মে ফেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরে খুশির হাওয়া। সতীর্থদের নিয়ে রেস্তরাঁয় নৈশভোজে দেখা যাচ্ছে ভারত অধিনায়ককে। ক্রিকেটাররা প্র্যাকটিসে মেতে উঠছেন হাসিঠাট্টায়। তবে এক সের দুধে এক ফোঁটা চোনা এখন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর তাঁর পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নীচের দিকে। অনেকেই আশা করেছিলেন, প্রিয় ৫০ ওভারের ফরম্যাটে স্বমহিমায় দেখা যাবে বিরাটকে। এই সিরিজেই তিনি তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করবেন বলেও ভাবা হয়েছিল। কিন্তু কটকেও ব্যর্থতার ছবি বদলায়নি। মাত্র ৫ রানে আউট হয়ে আরও চাপে ভিকে। বুধবার মোতেরায় সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভুলত্রুটি শুধরে নেওয়ার শেষ সুযোগ। স্বাভাবিকভাবেই ফোকাস থাকবে কোহলির ব্যাটে। 
নিয়মরক্ষার ম্যাচ হলেও ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। রোহিতরা নিশ্চয়ই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তবে কোচ গৌতম গম্ভীর রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিতে পারেন এই ম্যাচে। ঋষভ পন্থ সিরিজে কোনও ম্যাচ খেলেননি। লোকেশ রাহুল রানের মধ্যে না থাকায় খেলতে পারেন তিনি। অভিষেকে ছাপ ফেলতে না পারলেও যশস্বী হয়তো সুযোগ পাবেন। তবে রোহিত শর্মা কি বিশ্রাম নিতে চাইবেন? মনে হয় না। তাতে ছন্দপতনের আশঙ্কা থেকে যায়। হিটম্যানের লক্ষ্য, আরও একটা বড় ইনিংস খেলে মনোবল বাড়িয়ে নেওয়া। শুভমান গিল দুই ম্যাচেই রান পেয়েছেন। তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। ঝোড়ো ব্যাটিং করছেন শ্রেয়স আয়ারও। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলও টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল।
এই ইংল্যান্ড দলের খেলা দেখে অনেকেই বিস্মিত। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বাটলাররা গুরুত্ব দিয়ে খেলছে না। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রস্তুতিতেও অনেক খামতি থেকে যাচ্ছে। সবচেয়ে চিন্তার জায়গা হল বোলিং আক্রমণ। ইংল্যান্ডের ব্যাটিং এতটাই নিম্নমানের যে, সেভাবে পরীক্ষায় পড়তে হয়নি হার্দিকদের। ফলে বুমরাহর অভাবও বোঝা যায়নি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ একেবারে ভিন্ন। সেখানে লড়াই হবে তুল্যমূল্য। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশও এক ইঞ্চি জমি ছাড়বে না। ভারতীয় বোলাররা সেই চ্যালেঞ্জ সামলাতে পারবেন তো? মহম্মদ সামি কিন্তু পুরো দশ ওভার বল করার মতো জায়গায় নেই। হর্ষিত রানা অনভিজ্ঞ। তাই বাঁ হাতি অর্শদীপ সিংয়ের এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল। কারণ, বুমরাহকে নিয়ে অনিশ্চয়তার আবহে অর্শদীপই হতে পারেন আশার আলো। চোট সারিয়ে ফেরা কুলদীপের সঙ্গে এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরও খেলতে পারেন। বুড়ো হাড়ে ভেল্কি দেখানো জাদেজাকে দেওয়া হতে পারে বিশ্রাম।  
ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা