বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ম্যাচ ও সিরিজের সেরা শুভমান, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিতে খুশি রোহিত

আমেদাবাদ: ইংল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ। এর থেকে ভালো প্রস্তুতি আর কী হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য! মেগা আসরের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্মে ফেরাও স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। শুধু দুই মহাতারকা নয়, শুভমান গিল, শ্রেয়স আয়ার বা লোকেশ রাহুলরাও রানের মধ্যে আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ফর্ম আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে টিম ইন্ডিয়ার। স্বাভাবিকভাবেই খুশি ক্যাপ্টেন রোহিত শর্মা। ম্যাচ শেষে হিটম্যান জানান, ‘আমার মনে হয় না, এই সিরিজে তেমন কোনও ভুল করেছি। ব্যাটসম্যান ও বোলাররা প্রত্যেকেই সেরাটা উজাড় করে দিয়েছে। এই ছন্দ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে হবে। যে কোনও চ্যাম্পিয়ন দল নিয়মিত উন্নতি করে। আমাদেরও সেই পথে থাকা জরুরি।’ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পৌঁছনোর কথা টিম ইন্ডিয়ার।
বুধবার দুরন্ত শতরানে জয়ের নায়ক শুভমান গিল। ম্যাচ ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হওয়ার পর তরুণ তুর্কি বলছিলেন, ‘এই সেঞ্চুরি কেরিয়ারের অন্যতম সেরা। শুরুর দিকে উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তাই পরিকল্পনা করেছিলাম, সিঙ্গলস নিয়ে স্ট্রাইক রোটেট করব। সহজে উইকেট ছুড়ে আসব না। সেই লক্ষ্যে সফল হয়ে ভালো লাগছে।’
এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের এক নম্বর উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ, আপাতত ড্রেসিং-রুমেই সময় কাটাতে হবে ঋষভ পন্থকে। এই প্রসঙ্গে কোচ গৌতম গম্ভীর জানান, ‘রাহুলই দলের এক নম্বর কিপার। ও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। আর একাদশে দুটো উইকেটরক্ষক খেলানো সম্ভব নয়। তবে সুযোগ এলে অবশ্যই ঋষভকেও দলে ফেরানো হবে। ততদিন পর্যন্ত ওকে একটু ধৈর্য ধরতে হবে।’
স্কোরবোর্ড: ভারত- রোহিত ক সল্ট বো উড ১, গিল বো রশিদ ১১২, কোহলিক সল্ট বো রশিদ ৫২, শ্রেয়স ক সল্ট বো রশিদ ৭৮, রাহুল এলবিডব্লু বো মাহমুদ ৪০, হার্দিক বো রশিদ ১৭, অক্ষর ক ব্যান্টন বো রুট ১৩, সুন্দর ক ব্রুক বো উড ১৪, হর্ষিত ক বাটলার বো অ্যাটকিনসন ১৩, অর্শদীপ রান আউট ২, কুলদীপ অপরাজিত ১, অতিরিক্ত ১৩, মোট (৫০ ওভারে) ৩৫৬। উইকেট পতন: ১-৬, ২-১২২, ৩-২২৬, ৪-২৫৯, ৫-২৮৯, ৬-৩০৭, ৭-৩৩৩, ৮-৩৫৩, ৯-৩৫৩, ১০-৩৫৬। বোলিং: মাহমুদ ১০-০-৬৮-১, উড ৯-১-৪৫-২, অ্যাটকিনসন ৮-০-৭৪-১, রুট ৫-০-৪৭-১, রশিদ ১০-০-৬৪-৪, লিভিংস্টোন ৮-০-৫৭-০।
ইংল্যান্ড- সল্ট ক অক্ষর বো অর্শদীপ ২৩, ডাকেট ক রোহিত বো অর্শদীপ ৩৪, ব্যান্টন ক রাহুল বো কুলদীপ ৩৮, রুট বো অক্ষর ২৪, ব্রুক বো হর্ষিত ১৯, বাটলার বো হর্ষিত ৬, লিভিংস্টোন স্টাঃ রাহুল বো সুন্দর ৯, অ্যাটকিনসন বো অক্ষর ৩৮, রশিদ বো হার্দিক ০, উড ক শ্রেয়স বো হার্দিক ৯, মাহমুদ অপরাজিত ২, অতিরিক্ত ১২, মোট (৩৪.২ ওভারে) ২১৪। উইকেট পতন: ১-৬০, ২-৮০, ৩-১২৬, ৪-১৩৪, ৫-১৫৪, ৬-১৬১, ৭-১৭৪, ৮-১৭৫, ৯-১৯৩, ১০-২১৪। বোলিং: অর্শদীপ ৫-০-৩৩-২, হর্ষিত ৫-১-১-২, সুন্দর ৫-০-৪৩-১, অক্ষর ৬.২-১-২২-২, হার্দিক ৫-০-৩৮-২, কুলদীপ ৮-০-৩৮-১। 
(ভারত জয়ী ১৪২ রানে, ৩-০ ব্যবধানে সিরিজ দখল টিম ইন্ডিয়ার, ম্যাচ ও সিরিজের সেরা- শুভমান গিল।)
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা