বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

যুদ্ধ থামাতে পুতিন, জেলেনস্কির সঙ্গে ফোনে কথা ট্রাম্পের

ওয়াশিংটন:  এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেন ট্রাম্প। পরে সমাজমাধ্যমে ট্রাম্প জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে অবিলম্বে আলোচনা শুরু করার বিষয়ে তিনি আর পুতিন একমত হয়েছেন। যুদ্ধ থামাতে তাঁর একসঙ্গে কাজ করবেন। এর কিছু পরেই কিয়েভের তরফে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে জেলেনেস্কির কথা হয়েছে। জেলেনেস্কিও শান্তির পক্ষে সওয়াল করেছেন। শুক্রবার মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে বৈঠক করবেন জেলেনেস্কি।
অন্যদিকে, গাজা ভূখণ্ডে কারা বসবাস করবে, তা নিয়ে এবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল আমেরিকা ও চীন। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। ওই সাক্ষাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, গাজা ভূখণ্ড থেকে ২২ লক্ষ মানুষকে সরিয়ে দিয়ে ওই এলাকা দখল করবে আমেরিকা। ট্রাম্পের কথায়, ‘গাজার দখল আমরা নেবই। আমাদের কিছু কিনতে হবে না। কিছু কেনার নেইও। গাজা আমাদের হবে। ভবিষ্যতেও তা আমাদের দখলেই থাকবে।’ ট্রাম্পের এমন ঘোষণার পরেই বুধবার পাল্টা সরব হয় চীন। প্যালেস্তিনীয়দের জোর করে গাজা থেকে সরানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছে বেজিং। এদিন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘গাজা ভূখণ্ড প্যালেস্তাইনের অংশ। প্যালেস্তিনীয়রা ওই এলাকা ছেড়ে কোথাও যাবে না। তাদের জোর করে গৃহহীন করার তীব্র বিরোধিতা করছি।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা