বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

পণবন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাহার করা হবে, হামাসকে স্পষ্ট বার্তা নেতানিয়াহু

তেল আবিব, ১২ ফেব্রুয়ারি: শনিবার দুপুরের মধ্যে পণবন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাহার করা হবে। গতকাল, মঙ্গলবার রাতে হামাসকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, হামাসকে না হারানো পর্যন্ত ইজরায়েলি সেনা লড়াই চালিয়ে যাবে। যুদ্ধবিরতির চুক্তি নানাভাবে লঙ্ঘন করছে ইজরায়েল। এই অভিযোগে ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় হামাস জঙ্গিগোষ্ঠী। তাদের আরও অভিযোগ, প্যালেস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা দিচ্ছে তেল আবিব। অপরদিকে গাজায় কোনও সাহায্য পৌঁছতে দেওয়া হচ্ছে না। এইভাবে ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। সেই কারণে আপাতত ইজরায়েলি পণ বন্দিদের ছাড়া হবে না বলে জানায় হামাস। তারপরেই এই জঙ্গিগোষ্ঠীকে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ‘শনিবার দুপুর ১২টার মধ্যে যদি সব বন্দি ফিরে না আসেন, তবে আমি বলব তা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে।’ সঙ্গে হামাসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নারকীয় পরিস্থিতির সৃষ্টি হবে এবার।’ তারপরেই গতকাল, মঙ্গলবার রাতে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুও। তিনি জানিয়েছেন, ‘হামাসের চুক্তি লঙ্ঘন এবং বন্দিদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের পর আমরাও কিছু সিদ্ধান্ত নিয়েছি। সোমবার রাত থেকেই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজা উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরের মধ্যে পণবন্দিদের না ছাড়লে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে নেব।’ এরপরেই তটস্থ গোটা বিশ্ব। হামাস আমেরিকা ও ইজরায়েলের কথা না শুনলে ফের গাজায় সংঘর্ষ শুরু হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা