বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, এর জন্য দায়ী হাসিনার সরকার, বিবৃতিতে জানাল রাষ্ট্রসঙ্ঘ

ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের জুলাই ও আগস্ট মাসে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশে। পুলিস ও বাংলাদেশের সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বহু আন্দোলনকারী। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে গতবছরের ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপরে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় ও বাংলাদেশে দায়িত্ব আসে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু হাসিনার আমলে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল তার বিষয়ে তদন্ত করে রাষ্ট্রসঙ্ঘ। আর সেই তদন্তের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করেছে তারা। তাতে গোটা আন্দোলনপর্বে ধারাবাহিক হিংসা ও খুনের জন্য শেখ হাসিনার সরকারকেই কাঠগড়ায় তুলেছে রাষ্ট্রসঙ্ঘ। এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘ বিবৃতি জারি করে জানিয়েছে, বাংলাদেশে প্রতিবাদী নাগরিকদের উপর ধারাবাহিক হামলা, শতাধিক হত্যার জন্য দায়ী হাসিনার সরকার। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি তদন্ত করে রাষ্ট্রসঙ্ঘ। তার ভিত্তিতেই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বাংলাদেশে ওই সময়ে প্রায় ১৪০০ মানুষ খুন হয়েছেন। জখম হয়েছেন হাজারেরও বেশি। রাষ্ট্রসঙ্ঘ আরও জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এটা বিশ্বাস করার যে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। বিক্ষোভকারীদের হত্যা, নির্যাতন, জেলবন্দিও পর্যন্ত করা হয়েছে। মানবাধিকার কর্মী এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রায় ২৩০ জনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। সেই তালিকায় রয়েছেন নির্যাতিত, প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী গোষ্ঠীর নেতা এবং অন্যান্য সমাজকর্মীরা। তার উপর ভিত্তি করেই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের দাবি, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যই এমনটা করা হয়েছে। তাঁদের তদন্তে দেখা গিয়েছে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং হাসিনার দল আওয়ামি লিগও এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে সমানভাবে জড়িত ছিল। আর রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্টের পরেই চিন্তা আরও বেড়ে গিয়েছে মুজিবকন্যা শেখ হাসিনার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা