বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মোদির সাধের শ্রমযোগী মানধন যোজনায় কমছে বরাদ্দ, রিপোর্ট

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের মাসে ন্যূনতম পেনশন দিতে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছে কেন্দ্র। কিন্তু এই কর্মসূচিতে কি আস্থা রাখতে পারছে না খোদ মোদি সরকারই? প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কর্মসূচিতে অর্থ বরাদ্দের দেখে এমনই চর্চা শুরু হয়েছে। সম্প্রতি লোকসভায় এই কর্মসূচি নিয়ে লিখিত প্রশ্ন করেন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) দু’জন সাংসদ সঞ্জয় হরিভাউ যাদব এবং সঞ্জয় উত্তমরাও দেশমুখ। তার লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে যে খতিয়ান পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বিগত তিনটি আর্থিক বছরে একবারও এই খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পায়নি। দু’বার একই ছিল। একবার কমানো হয়েছে অর্থ বরাদ্দের পরিমাণ। তবে শুধুই অর্থ বরাদ্দের বিষয়ই নয়। একইসঙ্গে সমানতালে হ্রাস পেয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা খাতে টাকা খরচের পরিমাণও। 
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে সংশোধিত বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ৩৫০ কোটি টাকা। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবর্ষে সংশোধিত অর্থ বরাদ্দের পরিমাণ ছিল যথাক্রমে ৩৫০ কোটি ও ২০৫ কোটি টাকা। আর ওই তিন অর্বের্ষে খরচের পরিমাণ দাঁড়িয়েছে, ৩২৪ কোটি ২৩ লক্ষ, ২৬৯ কোটি ৯১ লক্ষ ও ১৬২ কোটি ৫১ লক্ষ। 
এই কর্মসূচির আওতায় থাকা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীরা ৬০ বছর বয়স হলে শর্তসাপেক্ষে প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন পান। ১৮ থেকে ৪০ বছর বয়সিরাই এতে নথিভুক্ত হতে পারেন। নথিভুক্ত হওয়ার অন্যতম প্রধান শর্ত হল, মাসের আয় ১৫ হাজার টাকার বেশি হওয়া চলবে না। পাশাপাশি ইপিএফও, ইএসআইসির মতো পরিষেবার আওতায় থাকলেও এই কর্মসূচিতে নথিভুক্ত হওয়া যাবে না। করদাতা হলেও আবেদন গৃহীত হবে না। আওতাভুক্তরা মাসে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ‘কন্ট্রিবিউট’ করবেন। সমপরিমাণ প্রদেয় অর্থ জমা দেবে কেন্দ্রও। ৪০ বছর বয়স পর্যন্তই ‘কন্ট্রিবিউশন’ জমা দিতে হবে। -ফাইল চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা