বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তেজস নিয়ে বায়ুসেনা প্রধানের সমালোচনার পর ব্যাখ্যা হ্যালের

বেঙ্গালুরু: সময়মতো তেজস (এমকে১এ) যুদ্ধবিমান সরবরাহ না করায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের সমালোচনা করেছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। মঙ্গলবার তিনি বলেন, হ্যালের উপর তাঁদের আস্থা নেই। তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। বায়ুসেনা প্রধানের মন্তব্যের পরের দিনই বিবৃতি দিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বিলম্বের কারণ ব্যাখ্যা করে হ্যালের চেয়ারম্যান তথা  ম্যানেজিং ডিরেক্টর ডি কে সুনীল বলেন, আমরা বুঝতে পেরেছি বায়ুসেনা প্রধানের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তবে ইচ্ছাকৃত ঢিলেমির জন্য যুদ্ধবিমান সরবরাহ করা যায়নি এমনটা নয়। প্রযুক্তিগত সমস্যার কারণেই দেরি হয়েছে। তবে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। চলতি বছরের শেষে হ্যালের নাসিক ও বেঙ্গালুরুর কারখানা থেকে তিনটি যুদ্ধবিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আগামী সাড়ে তিন বছরের মতো বরাত অনুযায়ী সব যুদ্ধবিমান সরবরাহ করা হবে বলে হ্যালের চেয়ারম্যান জানিয়েছেন। 
২০২১ সালে তেজস এমকে১এ দু’আসন বিশিষ্ট ৮৩টি যুদ্ধবিমান কেনার জন্য হ্যালকে বরাত দিয়েছিল বায়ুসেনা। ‘উড়ন্ত কফিন’ বলে পরিচিত মিগের বিকল্প হিসেবে তেজসকে চেয়েছিল বিমানবাহিনী। কিন্তু হ্যাল এখনও সেগুলি সরবরাহ করতে না পারায় সরব হন বায়ুসেনা প্রধান। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা