বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সরকারি খয়রাতির জেরে কাজ করার ইচ্ছা হারাচ্ছে মানুষ, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: প্রতিবার ভোট এলেই দান-খয়রাতি নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ে রাজনৈতিক দলগুলি। এই প্রবণতায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার এক জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত সাফ জানাল, বিনামূল্যে রেশন ও ভাতা সাধারণ মানুষকে কর্মবিমুখ করে তুলছে।
শহরাঞ্চলে গৃহহীনদের আশ্রয়ের অধিকার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে। শুনানি চলাকালীন বিচারপতি গাভাই তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘তাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছেন। কোনও কাজ না করেও টাকা পাচ্ছেন। দুঃখজনক হলেও এটা সত্যি যে বিনামূল্যে নানা সুযোগ সুবিধা পেয়ে লোকজন কাজ করতে চাইছেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে একথা বলছি।’ এর রেশ ধরে আবেদনকারীর উদ্দেশে বিচারপতি আরও বলেন, ‘গৃহহীনদের প্রতি আপনার এই উদ্বেগকে সাধুবাদ জানাই। তবে তাঁদের সমাজের মূল স্রোতে ফেরাতে পারলে আরও বেশি ভালো হতো না কি? তখন তাঁরাও দেশের উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ পেতেন।’
এই মামলায় অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে।  এর ফলে গৃহহীন সমস্যা সহ নানা বিষয়ে সমাধান মিলবে। কত দিনের মধ্যে এই প্রকল্প চালু হতে পারে? এব্যাপারে সরকারের জবাব জানাতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। ছ’সপ্তাহ পরে এই মামলাটির পরবর্তী শুনানি হবে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা