বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

তিন পয়েন্টেই চোখ কোচ অস্কার ব্রুজোঁর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালোবাসার দিন। কিন্তু গোলাপ-পারফিউম- চকোলেট নয়, শুক্রবার ইস্ট বেঙ্গল ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল একরাশ ক্ষোভ এবং বিরক্তি। আসলে আইএসএলে বছরের পর বছর ব্যর্থতা মেনে নিতে পারছেন না সমর্থকরা। তারই ট্রেলার এদিন দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। অনুশীলনের পরে ক্লাব অনুরাগীদের হাতে দেখা গেল বিভিন্ন প্ল্যাকার্ড। এছাড়া শোনা গেল বিদ্রুপের স্লোগান, ‘ইট, স্লিপ, লস্ট রিপিট।’ শুধুই দিয়ামানতাকোস-সাউল ক্রেসপোরা নন, সমর্থকদের বিক্ষোভের নিশানায় ছিলেন দলের সিটিও। অনেকেই এখন বুঝতে পারছেন, দক্ষ বিদেশি আনতে না পারার দায় তাঁরই। একজন তো দুঃখে বলেই ফেললেন, সিটিও’র ফুল ফর্ম জানেন? চিফ টক অফিসার।’ কোচ অস্কার ব্রুজোঁ এবং ফুটবলারদের গাড়ির সামনেও সমর্থকদের বিক্ষোভ চলে। এরইমধ্যে ইস্ট বেঙ্গলের গ্রিক স্ট্রাইকার হেসে ওঠায় ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। 
রবিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। এই ম্যাচ থেকে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চান বিষ্ণুরা। তাহলেই সমর্থকদের কাটা ঘায়ে মলম পড়বে। কিন্তু চোটে জর্জরিত ইস্ট বেঙ্গল এখন মিনি হাসপাতাল। নয়া সংযোজন জিকসন ও সেলিস। মিনি ডার্বিতে দুই ফুটবলারকে পাচ্ছেন না কোচ। কার্ড সমস্যায় নেই লালচুংনুঙ্গা। তাই দল গড়তে সমস্যায় অস্কার। কিন্তু তিনি অন্য ধাতুতে গড়া। তাই মজুদ অস্ত্র নিয়েই মহমেডান বধের অঙ্ক কষছেন তিনি। এদিন দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশনের উপর জোর দেওয়া হয়। কাঙ্ক্ষিত গোলের জন্য দিয়ামানতাকোসের পাশাপাশি ডেভিডকেও তৈরি রাখা হচ্ছে। উল্লেখ্য, এদিন অনুশীলনে গরহাজির ছিলেন ক্লেটন। এদিকে, ইনভেস্টর সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি মেহরাজউদ্দিনের দল। এদিন তিনি বলেন, ‘মিনি নয়, রবিবারের ম্যাচ আমাদের কাছে ডার্বিই। অল্প সময়ের মধ্যে দারুণ কিছু করা সম্ভব নয়। কিন্তু ড্র নয়, জয়ের জন্যই ঝাঁপাব।’ উল্লেখ্য,  কার্ড সমস্যায় এই ম্যাচে নেই কাসিমভ। 
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা