বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কেরলের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবলই হাতিয়ার কোচ মোলিনার
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আইএসএলে মোহন বাগানের গোলসংখ্যা ৩৯। দুরন্ত আপফ্রন্ট মোলিনা ব্রিগেডের আসল অস্ত্র। অন্যদিকে, ৩০ বার কেরল ব্লাস্টার্সের জাল কাঁপিয়েছে প্রতিপক্ষ। ভঙ্গুর রক্ষণ তাই তাদের চিন্তার কারণ। শনিবার মোহন বাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচের রং অনেকটাই নির্ভর করবে এই সমীকরণের উপর। যুদ্ধের আগে হোসে মোলিনাও আত্মবিশ্বাসের তুঙ্গে। ভাঙা ইংরেজিতে স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ফুটবলাররা নিজেদের দায়িত্ব জানে।’ সতর্ক থাকলেও বিপক্ষকে বাড়তি ওজন দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ফুটবলাররাও চনমনে। চোট কাটিয়ে সদ্য ফিট হওয়া আশিক কুরুনিয়ান বলছেন, ‘দলের প্রয়োজনে যে কোনও পজিশনে খেলতে প্রস্তুত।’
যুবভারতীতে প্রথম পর্বে কেরলকে ৩-২ ব্যবধানে হারায় মোহন বাগান। সংযোজিত সময়ে আলবার্তো রডরিগেজের গোল আইএসএলের অন্যতম সেরা। শনিবারের এই ম্যাচ ঘিরে বক্স অফিস ধুন্ধুমার। তবে দুই দলই চোট-কার্ডে বেশ বিব্রত। চারটে হলুদ কার্ড দেখায় নেই গ্রেগ স্টুয়ার্ট। আশিস রাই, সাহাল আবদুল সামাদ আর অনিরুদ্ধ থাপাকেও পাচ্ছেন না মোলিনা। অন্যদিকে, ছিটকে গিয়েছেন নোয়া সাদিউ। মরক্কান ফুটবলার কেরলের প্রায় ওয়ান ম্যান আর্মি। স্বভাবতই স্ট্রাইকিং ফোর্সের ঝাঁঝ কমতে বাধ্য। নোয়া নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা দিচ্ছেন মোলিনা। তাঁর মন্তব্য, ‘আমাদেরও তো একাধিক ফুটবলার নেই। তাই তা নিয়ে ভাবতে চাই না। নব্বই মিনিট ম্যাচের রাশ ধরে রাখাই আসল।’ কেরলের বিরুদ্ধে কোন চার বিদেশি খেলাবে মোহন বাগান? দুই স্টপার আলবার্তো আর আলড্রেডের জুটি থাকছেই। পাশাপাশি ম্যাকলারেনকে বল ফিড করার দায়িত্ব থাকছে কামিংসের উপর। উইথড্রন-ফরোয়ার্ডের ভূমিকায় নজর কেড়েছেন তিনি।
আইএসএলের লিগ-শিল্ডের দৌড়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন কামিংসরা। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। কেরলকে হারাতে পারলে চায়ের কাপ আর ঠোঁটের ব্যবধান আরও কমবে। সেক্ষেত্রে ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে সেলিব্রেশনের সুযোগ পাবেন সমর্থকরা। ম্যাচ খেলতে শুক্রবার কোচি যাচ্ছেন কামিংসরা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা