বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বুমরাহর জন্য হা পিত্যেশ করা উচিত নয়: কপিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট সারিয়ে প্রায় চোদ্দ মাস পর জাতীয় দলে ফিরেছেন মহম্মদ সামি। একই অবস্থা কুলদীপ যাদবের। তিনিও ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যশপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন পিঠের ব্যথা নিয়ে। বিশ্বের এক নম্বর পেসারের অনুপস্থিতি মিনি বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়াকে যে কিছুটা দুর্বল করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় ক্রিকেটাররা এত চোট পাচ্ছেন কেন? তিরাশির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব এর জন্য অতিরিক্ত ক্রিকেটকেই দায়ী করছেন। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে হরিয়ানা হ্যারিকেন বলেন, ‘বছরে যদি কেউ দশ মাস ক্রিকেট খেলে, তাহলে চোট তো পাবেই।’
কপিল আসলে ঘুরিয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বুমরাহ সব ফরম্যাটেই খেলতে বাধ্য হন। গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্পিডস্টার হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। সেই বুমবুমই আবার লাল বলে অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরিয়েছিলেন। অতিরিক্ত চাপ নিতে গিয়েই বিপদে পড়েন তিনি। পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় সিডনি টেস্টে বল করতে পারেননি। ছুটতে হয়েছিল হাসপাতালে। নিউজিল্যান্ডের এক প্রখ্যাত অর্থোপেডিক সার্জেনের অধীনে তাঁর চিকিৎসা চলছিল। ভারতীয় দলের মেডিকেল টিমও আপ্রাণ চেষ্টা করছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে সুস্থ করে তুলতে। কিন্তু সেই প্রচেষ্টা বিফলে গিয়েছে। শেষ পর্যন্ত বুমরাহকে বাইরে রেখেই মিনি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। তার পরেই শুরু হয়েছে হা-হুতাশ। রবি শাস্ত্রীর মতো প্রাক্তনের মতে, ভারতের খেতাব জয়ের সম্ভাবনা কমে গেল ৩০ শতাংশ। তবে কপিল ব্যাপারটা এভাবে দেখতে নারাজ। তিনি দলগত পারফরম্যান্সে জোর দেওয়ার পরামর্শ বলছেন। কিংবদন্তি অলরাউন্ডারের মতে, ‘যে নেই তাকে নিয়ে এত আলোচনার কী আছে? এটা টিম গেম। ব্যক্তিগত নয়, দলের সাফল্যই বড়। এটা ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন, টেনিস কিংবা গল্ফ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়ের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপাতে হবে। দলগত পারফরম্যান্স ভালো হলে, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব।’
একই সঙ্গে কপিল বলেছেন, ‘কোনও টিম ম্যানেজমেন্টই চায় না দলের সেরা ক্রিকেটারকে ছাড়া মাঠে নামতে। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও জরুরি। তাই পিছনে নয়, সামনে তাকাক টিম ইন্ডিয়া। ওদের জন্য শুভেচ্ছা রইল।’
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা