বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অর্শদীপদের সামনে সুবর্ণ সুযোগ: গম্ভীর

আমেদাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা মন্দ হয়নি ভারতের। দেশের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে মেন-ইন-ব্লু। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার জেরে যে গুমোট আবহ তৈরি হয়েছিল ড্রেসিং রুমে, তা রাতারাতি উধাও। ফুরফুরে মেজাজে বাড়ি ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দিন তিনেক পরিবারের সঙ্গে সময় কাটাবেন তাঁরা। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাবেন শনিবার। মেগা আসরের আগে কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে মিনি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারতীয় দল।
সম্প্রতি আইসিসি টুর্নামেন্ট মানেই হট ফেভারিট ভারত। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স আপের পর গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিল রোহিত-ব্রিগেড। এবার পাখির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই মেগা আসর আবার রোহিত বা বিরাটের মতো মহাতারকাদের কাছে অ্যাসিড টেস্ট। সম্প্রতি টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দু’জনে। শোনা যাচ্ছে, রোহিতকে স্বেচ্ছাবসরের বার্তা দিয়ে রেখেছে বোর্ড। তাই দেওয়াল লিখন স্পষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য না পেলে কালো মেঘ ঘনিয়ে আসবে কেরিয়ারে। অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফেরায় কিছুটা স্বস্তি পেয়েছেন দুই মহারথী। পাশাপাশি শুভমান গিল এবং শ্রেয়স আয়ার দুরন্ত ছন্দে। গত ওডিআই বিশ্বকাপেও শ্রেয়স দাগ কেটেছিলেন। তারপর বোর্ডের নেকনজরে পড়ে ছাঁটাই হয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে। চাপের মুখে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স মেলে ধরার পুরস্কার স্বরূপ জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। সুযোগ কাজে লাগাতে সফল শ্রেয়স। তবে ঋষভ পন্থকে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচে খেলায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কোচ গম্ভীর জানিয়েছেন, উইকেট কিপার হিসেবে লোকেশ রাহুলই দলের প্রথম পছন্দ। গম্ভীরের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রবি শাস্ত্রীরা। সাদা বলের ক্রিকেটে ঋষভকে বাইরে রাখার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা।
মেগা আসরের আগে যশপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় বোলিং বিভাগের গভীরতা কমেছে। তারকা পেসারের অনুপস্থিতিতে মহম্মদ সামির সঙ্গী হিসেবে অর্শদীপ সিং ও হর্ষিত রানার উপর আস্থা রাখছেন গম্ভীর। ভারতীয় কোচের মন্তব্য, ‘বুমরাহর অভাব অবশ্যই অনুভূত হবে। তবে ওর অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ রয়েছে অর্শদীপ ও হর্ষিতের সামনে। দেশের জার্সিতে সুযোগের সদ্ব্যবহারের জন্য সেরাটা উজাড় করে দিক ওরা। পাশাপাশি দীর্ঘদিন পর দলে ফিরেছে সামি। ওকেও বাড়তি দায়িত্ব নিতে হবে।’
জাহির খান ও আশিস নেহরার পর ভালো মানের বাঁহাতি পেসার পায়নি টিম ইন্ডিয়া। তাই অর্শদীপের উপর বাড়তি নজর থাকছে বিশেষজ্ঞদের। সম্প্রতি জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন এই তরুণ তুর্কি। নতুন বলে তাঁর সুইং খুবই কার্যকরী। আবার ডেথ ওভারেও মাথা ঠান্ডা রেখে সেরাটা মেলে ধরতে পারেন অর্শদীপ। হর্ষিত রানাও সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। তাঁদের পথ দেখানোর দায়িত্ব অভিজ্ঞ সামির কাঁধে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্মিলিত প্রয়াসে বুমরাহর অভাব তাঁরা কতটা ঢাকতে পারেন সেটাই দেখার।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা