বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাজের সন্ধানে শ্রমিকদের বিদেশে যাওয়ার খরচ বাড়ছে প্রায় ২০ গুণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফটো, ফটোকপি, ক্যুরিয়র সার্ভিস, আঙুলের ছাপ সহ ১৭টি কাজের খরচ দিতে হবে বিদেশ যেতে চাওয়া গরিব শ্রমিকদেরই। পাসপোর্ট, ভিসা সহ কনস্যুলার সার্ভিস পেতে গেলে আবেদনকারী শ্রমিককেই দিতে হবে যাবতীয় খরচ। সরকার কোনও খরচ করবে না। এমনই নতুন নিয়ম চালু করতে চলেছে মোদি সরকার। যার জেরে বিদেশে ‘ব্লু কলার জবে’র এই নতুন নিয়মে পাসপোর্ট আর ভিসা পেতে শ্রমিকদের খরচ এখনকার চেয়ে ১৫-২০ গুণ বেড়ে যেতে পারে। এখন এই শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ বাদে পাসপোর্ট, ভিসা সংক্রান্ত খরচ পড়ে ৫-৭ মার্কিন ডলার। কিন্তু সরকার আবেদনের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ায় সেই খরচই বেড়ে হবে ৯০-১০০ ডলার। ছুতোর, ইলেকট্রিসিয়ান, ট্রাক ড্রাইভার, ওয়েল্ডার, প্লাম্বারের পাশাপাশি পরিকাঠামো, খনি, কারখানার কাজে ভারত থেকে বছর বছর শ্রমিকরা বিদেশ যায়। সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, আরব আমিরশাহির মতো মূলত পাঁচটি দেশেই ভারতীয় শ্রমিকরা উল্লেখিত কাজ করতে যায়। এর বাইরেও লন্ডন, আমেরিকা, ভিয়েতনাম, ভেনেজুয়েলার মতো মোট ২০০ দেশে ভারতীয় শ্রমিকরা কাজের সন্ধানে পাড়ি দেয় বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের হিসেব অনুযায়ী, ১ কোটি ৩৬ লক্ষ ভারতীয় শ্রমিক বিদেশে কাজ করে। বছর বছর এ ধরনের ব্লু কলার জবের জন্য বিদেশ যাওয়ার প্রবণতাও বাড়ছে। স্কিল ডেভলপমেন্ট মন্ত্রকের রিপোর্ট মোতাবেক, ২০২১ সালে ১ লক্ষ ৩২ হাজার ৬৭৫ জন শ্রমিককে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। ২০২২ সালে ৩ লক্ষ ৭৩ হাজার ৪২৫। একইভাবে ২০২৩ সালে কাজের সন্ধানে পাড়ি দিয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৩১৭ জন।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা