বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বিরাট তো এই কাজটাই করে, প্রশংসায় রোহিত

দুবাই: একগাল হাসি মুখে। চোখে-মুখে পরিতৃপ্তি! বিরাট কোহলি যখন জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টিম ইন্ডিয়াকে, ড্রেসিং-রুমে এই মেজাজেই দেখা গিয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ছক্কা মেরে সেঞ্চুরি করো, হাসতে হাসতে অঙ্গভঙ্গির মাধ্যমে বার্তাও দেন বিরাটকে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের মুহূর্তে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে হাততালি দিতে থাকলেন তিনি। মাঠে নেমে জড়িয়েও ধরলেন ভিকে’কে। এবার কাপ জিততে হবে, এমনই যেন বললেন। পুরস্কার বিতরণের মঞ্চেও বাড়তি ঔজ্জ্বল্য ধরা পড়ল ক্যাপ্টেনের শরীরী ভাষায়।
বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়ে রোহিত বললেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসে ও। গর্ব অনুভব করে। মাঠে নেমে সেরাটা দিতে মরিয়া থাকে সব সময়। দীর্ঘদিন ধরে এই কাজটাই তো করে আসছে। তাই ড্রেসিং-রুমে থাকা কারওর কাছে কোহলির ম্যাচ-জেতানো ইনিংসে বিস্ময়ের কিছু নেই। কারণ এই কাজটাই তো ও সবচেয়ে ভালো করে!’ পাকিস্তানকে আড়াইশোর কমে আটকে রাখার জন্য বোলারদের কৃতিত্ব দিলেন ভারত অধিনায়ক। হিটম্যান বললেন, ‘আমরা বোলিংয়ের শুরুটা দারুণ করেছিলাম। কৃতিত্ব প্রাপ্য কুলদীপ, অক্ষর, জাদেজাদের। রিজওয়ান ও শকিল ভালো জুটি গড়ে তুলেছিল। তখন জলদি আঘাত হানা জরুরি ছিল। স্পিনাররা সেটাই করেছে। ভুললে চলবে না হার্দিক, সামি, হর্ষিতদেরও। পুরো বোলিং বিভাগই সেরাটা উজাড় করে দিয়েছে।’ পাশাপাশি, নিজের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে যাবতীয় জল্পনাও উড়িয়ে দিলেন। বললেন, ‘ঠিক আছে হ্যামস্ট্রিং।’
দুবাইয়ের উইকেট যে পরের দিকে মন্থর হয়ে উঠছে, তা মাথায় রেখেছিল টিম ইন্ডিয়া। রোহিত বললেন, ‘জানতাম, রান তাড়ার সময় বল পড়ে দেরিতে আসবে। শট নেওয়া কঠিন হয়ে উঠবে। কিন্তু অভিজ্ঞতায় আস্থা ছিল আমাদের।’ এদিকে, পাকিস্তানকে হারানোর পর রোহিত বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররা। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিম ইন্ডিয়ার সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অভিনন্দন টিম ইন্ডিয়া। তোমাদের জন্য গর্বিত।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা