বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সবুজ-মেরুন সাফল্যের রসায়ন

ফের ভারতসেরা
টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান। আগামী মরশুমে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (এসিএল টু) খেলার ছাড়পত্র পেল মোলিনা ব্রিগেড।

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সর্বাধিক লক্ষ্যভেদের (৪৩) পাশাপাশি সবচেয়ে কম (১৪) গোল হজম করেছে মোহন বাগান।

ডিফেন্ডারদের মিলিত গোলসংখ্যা ১৪। (শুভাশিস-৬, আলবার্তো-৫, আলড্রেড-২ ও দীপ্যেন্দু-১)।

সবচেয়ে বেশি ক্লিনশিট বিশাল কাইথদের (১৪)।

এবার টানা ১০টি ম্যাচে অপরাজিত মোলিনা ব্রিগেড। ঘরের মাঠে হারের মুখ দেখেননি কামিংসরা।

গুরুত্বপূর্ণ দিক

কাগজে-কলমে দেশের সেরা দল। একই স্কোয়াড ধরে রাখা ম্যানেজমেন্টের কৃতিত্ব।

একাধিক ম্যাচ উইনারের উপস্থিতি। ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে কামিংস- ম্যাকলারেন-লিস্টনদের।

শক্তিশালী দল গড়তে কোনও কার্পণ্য করেননি দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সফল থিঙ্কট্যাঙ্ক। স্টুয়ার্ট, কামিংস, ম্যাকলারেনরা প্রতি ম্যাচেই ফারাক গড়েছেন।

দুর্ভেদ্য রক্ষণ। আলবার্তো-আলড্রেডের জুটি আইএসএলের সেরা। শুভাশিসও আস্থা দিচ্ছেন।

লিস্টন ও মনবীর দেশের সেরা দুই উইং হাফ। অ্যাসিস্টের পাশাপাশি লক্ষ্যভেদেও দক্ষ এই জুটি।

লাস্ট লাইন অব ডিফেন্স বিশাল কাইথের উপস্থিতি। দেশের অন্যতম সেরা গোলরক্ষক বিশাল এবারও সোনার গ্লাভসের দাবিদার।

বিশাল কাইথ

দেশের সেরা গোলরক্ষক। পেনাল্টি বাঁচানোয় অত্যন্ত দক্ষ। দুরন্ত রিফ্লেক্সের পাশাপাশি নিখুঁত অনুমানক্ষমতা তাঁর সম্পদ। ধারাবাহিকতায় মুগ্ধ বিশেষজ্ঞরা।
লিস্টন কোলাসো

গতির সঙ্গে বিপক্ষ ডিফেন্ডারকে ডজ করতে পারেন। ফ্রি-কিক ও কর্নার নেওয়ার ক্ষেত্রেও সাবলীল। এই মুহূর্তে অন্যতম সেরা গেমচেঞ্জার। উইং থেকে কাট করে ঢুকে এসে জাল কাঁপানোর প্রবণতা তাঁকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।
জেমি ম্যাকলারেন

নিজেকে মেলে ধরতে সময় নিয়েছেন। এখন ফর্মের তুঙ্গে। টিপিক্যাল বক্স স্ট্রাইকার। ১০টি লক্ষ্যভেদ রয়েছে ম্যাকার। পঞ্চাশ-পঞ্চাশ সুযোগ থেকেও গোল করার ক্ষমতা রাখেন। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় গোল চলতি আইএসএলের অন্যতম সেরা।
আলবার্তো রডরিগেজ

স্প্যানিশ ডিফেন্ডার রক্ষণের স্তম্ভ। টাফ ট্যাকলে বিপক্ষ স্ট্রাইকারের সমীহ আদায় করে নিয়েছেন। অনবদ্য অ্যান্টিসিপেশন। কভারিংও বেশ ভালো। ডেড বল মুভের সময় বিপক্ষ বক্সে পৌঁছে জাল কাঁপাতে জুড়ি নেই। এরিয়াল বলে দুর্ভেদ্য।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা