বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ঝুমুরের ছন্দে মাতোয়ারা গুয়াহাটির স্টেডিয়াম, সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : ‘অ্যাডভান্টেজ অসম’ শুরুর আগে ঝুমুরের ছন্দে মাতোয়ারা গুয়াহাটির সরুসজাই স্টেডিয়াম। সোমবার সন্ধ্যায় ঝুমুর নৃত্যে একসঙ্গে পা মেলালেন ৮৮৮৮ জন শিল্পী। ঢোল-মাদলের তাল, ঝুমুর গান আর সাদা-লাল শাড়িতে নৃত্যের ছন্দে মুখরিত হয়ে উঠল গোটা স্টেডিয়াম। ১৬ মিনিট ৩২ সেকেন্ডের এই ঐতিহাসিক ‘ঝুমইর বিনন্দিনী’ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও ছিলেন ৪৫টি দেশের প্রতিনিধি সহ অন্যান্যরা। অসমের বিভিন্ন জেলা থেকে ঝুমুর শিল্পীরা এসেছিলেন। রাজ্যের ২০০ বছরের চা বাগানের জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরেন শিল্পীরা। ইতিমধ্যেই অংশগ্রহণকারী শিল্পীদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনায় মুখরিত হয়ে উঠছে গোটা স্টেডিয়াম। ঝুমুর নৃত্যের সকল শিল্পীদের অসাধারণ উপস্থাপনে চা বাগানের সুগন্ধ ও সৌন্দর্য উঠে এসেছে।  চায়ের গন্ধ আর রং একজন চা বিক্রেতার চেয়ে কে বেশি জানে? ঝুমর ওবাগান সংস্কৃতির সঙ্গে  আপনাদের যেমন একটি বিশেষ সম্পর্ক রয়েছে, আমারও এর সঙ্গে একটি বিশেষ সম্পর্ক রয়েছে।
আজ মঙ্গলবার থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে ‘অ্যাডভান্টেজ অসম’ সম্মেলন। সেখানে যোগ দেবেন দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধি ও শিল্পপতিরা।  রবিবার জয়শঙ্করের সঙ্গে ৪৫ টি দেশের প্রতিনিধিরা যোরহাট বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে বিদেশমন্ত্রী সহ অন্য অতিথিরা কাজিরাঙ্গা পরিদর্শনে যান। শিল্প সম্ভাবনাকে আরও বাড়াতে দেশ-বিদেশের শিল্পপতিদের নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের অ্যাডভান্টেজ অসম।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা