বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

পাঞ্জাবে আপ সরকারে ভাঙনের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়: দিল্লি বিধানসভা ভোটে হারের ধাক্কায় নাজেহাল আম আদমি পার্টি (আপ)। এবার পাঞ্জাবেও কি পায়ের তলার মাটি সরছে অরবিন্দ কেজরিওয়ালের দলের? সেরকমই ধুয়ো তুলেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। দলের বিধায়ক তথা বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার বক্তব্য, ক্রমশ পতনের দিকে এগিয়ে চলেছে ভগবন্ত মানের সরকার। আপ বিধায়কের একটি বড় অংশ দলবদলের প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
কিছুদিন আগে পাঞ্জাবে আপ সরকারে ভাঙনের ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাবা। তারই যেন প্রতিধ্বনী শোনা গেল বাজওয়ার বক্তব্যে। এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ‘কংগ্রেসের পাঞ্জাবে সরকার ফেলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। আমরা চাই আপ সরকার পাঁচ বছর ক্ষমতা থাকুক। তাহলেই তো মানুষ বুঝতে পারবেন, এই সরকারকে কেন নির্বাচিত করেছেন?’ এর রেশ ধরে তিনি আরও বলেন, ‘অন্তত ৩২ জন বিধায়ক যোগাযোগ করেছেন কংগ্রেসের সঙ্গে। এছাড়া বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখছেন শাসকদলের অনেক বিধায়ক।’
আপ সরকারের আমলে রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা হাওলার মাধ্যমে আস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে পাচার হচ্ছে বলেও দাবি বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আপের নীল গর্গ। তিনি বলেন, ‘সম্প্রতি বেঙ্গালুরু গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন বাজওয়া। পদ্ম পার্টির টিকিটও পাকা করে এসেছেন তিনি।’
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা