বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অভিযানে মনোনীত ওমর আবদুল্লা, রাজনৈতিক বার্তা নরেন্দ্র মোদির?

নয়াদিল্লি: বিজেপির সঙ্গে ওমর আবদুল্লার দূরত্ব কমতে চলেছে? গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছিলেন ইন্ডিয়া শিবিরের এই নেতা। এবার দেশব্যাপী ওবেসিটি বিরোধী ক্যাম্পেনে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে শামিল করলেন মোদি। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। দেশ থেকে স্থুলত্বে সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রচার অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই অভিযানে সোমবার ১০ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেন তিনি। তালিকায় রয়েছেন অভিনেতা মোহনলাল, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, ক্রীড়াবিদ মনু ভাকের, সাংসদ সুধা মূর্তি সহ অন্যান্যরা। একইসঙ্গে গায়িকা শ্রেয়া ঘোষালকেও এই অভিযানে শামিল করেছেন প্রধানমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘ওবেসিটির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে নিম্নলিখিত ব্যক্তিদের মনোনীত করতে চাই। খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানো নিয়ে মানুষকে সচেতন করতে হবে। আমি চাই মনোনীতরা প্রত্যেকে আরও ১০ জনকে এই অভিযানে শামিল করুন। আসুন একসঙ্গে এক সুস্থ ভারত গড়ে তুলি।’ প্রসঙ্গত, রবিবার ‘মন কি বাত’ নামক বেতার অনুষ্ঠানে স্থূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের আর্জিও জানিয়েছিলেন। 
তাঁকে এই অভিযানে মনোনীত করার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থূলত্ব বিরোধী অভিযানে যুক্ত হতে পেরে আনন্দিত। এই অভিযানের জন্য আরও ১০ জনকে মনোনীত করলাম। তাঁদেরকেও মাথাপিছু আরও ১০ জনকে শামিল করার আর্জি জানাচ্ছি। স্থূলতার জেরে স্ট্রোক, শ্বাসকষ্ট সহ একাধিক রোগ জন্ম নেয়।’ গত মাসেই জম্মু-কাশ্মীরে একটি টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মোদির প্রশংসা শোনা গিয়েছিল ওমরের বক্তব্যে। জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি রেখেছেন। ভূস্বর্গের মানুষ তাঁদের পছন্দের নেতাকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। এবার স্বাস্থ্য বিষয়ক সচেতনতা অভিযানে ওমরকে শামিল করে মোদি কি বন্ধুত্বের বার্তাই দিতে চাইলেন? উত্তর খুঁজছে রাজনৈতিক  মহল। -ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা