বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আম্বেদকর, ভগৎ সিংয়ের ছবি ‘সরানো’ নিয়ে আপ ও বিজেপির বাগযুদ্ধ

নয়াদিল্লি: বাবাসাহেব আম্বেদকরের ছবি ‘সরানো’ নিয়ে বিতর্ক শুরু হল দিল্লিতে। আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের পিছনে বি আর আম্বেদকর এবং ভগৎ সিংয়ের যে ছবি ছিল, তা সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। বক্তব্যের সমর্থনে তাঁর মুখ্যমন্ত্রী থাকার সময়ের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আতিশী। তাতে দেখা যাচ্ছে, আতিশীর পিছনেই রয়েছে আম্বেকরের ছবি। একইসঙ্গে রেখার একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে জাতির জনক মহাত্মা গান্ধীর দুই পাশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যাচ্ছে। এই দুই ছবি পোস্ট করে আতিশী লিখেছেন, আম্বেদকরের ছবি সরিয়ে দলিতদের অপমান করেছে বিজেপি। গেরুয়া পার্টির শিখ বিরোধী মানসিকতাও এ থেকে প্রমাণিত। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির এই কাজের ফলে শিখ ও দলিতদের ভাবাবেগ আঘাত লেগেছে। 
আতিশীর আক্রমণের উত্তর দিতে দেরি করেনি বিজেপি। দলের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বসার জায়গার আশেপাশের দেওয়ালগুলিতেই রয়েছে আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি। পরে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, নিজেদের দুর্নীতি এবং অপদার্থতা ঢাকতে এই সব অভিযোগ আনছে আম আদমি পার্টি। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা