বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

১৫ হাজার সদস্যের সামনে ‘বিশেষ’ বার্তা দেবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মেগা সাংগঠনিক সভার প্রস্তুতি শুরু হল। এই বিষয়ে সোমবার তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে সভার আয়োজন নিয়ে আলোচনা করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, অলোক দাস, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘বিশেষ অধিবেশন’। ওই অধিবেশনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ছাব্বিশের ভোটবার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অধিবেশনে আমন্ত্রণ জানানো হচ্ছে সাংসদ, বিধায়ক, পুর কাউন্সিলার, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের। এছাড়া তৃণমূলের জেলা সভাপতি, ‘মাদার’ সংগঠনের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি (মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি) এদেরও ডাকা হচ্ছে অধিবেশনে।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে আমন্ত্রিতদের কার্ড বিতরণ করা হবে। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীরা সেখান থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। তৃণমূলের ১৫ হাজারের বেশি দলীয় সদস্য উপস্থিত হবেন নেতাজি ইন্ডোরে। মাত্র তিনদিনের মধ্যে সভার আয়োজন করার দক্ষতা তৃণমূলের পক্ষেই সম্ভব বলে দাবি করেছেন নেতারা। তবে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের নজর থাকবে, অধিবেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ বার্তা দেন। দলের নেতাদের মত, ভোটার তালিকার বিষয়টিই সবিস্তারে তুলে ধরবেন নেত্রী। ভূতুড়ে ভোটার নিয়ে যেসমস্ত অভিযোগ সামনে আসছে, সেই বিষয়ে নেত্রী নির্দেশ দেবেন। সংগঠনকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করারই বার্তা দেবে নেতাজি ইন্ডোর।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা