বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মহাসাগরের দেখভাল কীভাবে, চিঠি লেখার প্রতিযোগিতায় জানাবে কিশোর-কিশোরীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, অন্যদিকে দূষণের বিপদ। সব মিলিয়ে ভালো নেই পৃথিবী। তারই অংশ হিসেবে ভালো নেই মহাসাগরগুলিও। একজন নাগরিক হিসেবে নিজের জন্মভূমির পাশাপাশি বিশ্বের এই বিপুল জলরাশিকে সুস্থ ও স্বাভাবিক রাখাও মানুষের কর্তব্য। এই উপলব্ধিকে জাগিয়ে তুলতেই আন্তর্জাতিক স্তরে চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয় ডাক বিভাগ। বিষয়, ‘ধরে নাও তুমি নিজেই একটি মহাসাগর। কাউকে চিঠি লিখে জানাও, কেন এবং কীভাবে সে তোমার দেখভাল করবে’।
আঞ্চলিক এবং জাতীয় স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হবে, জানিয়েছে ডাক বিভাগ। ৯ থেকে ১৫ বছরের মধ্যে যাদের বয়স, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। স্কুলগুলিও ওই বিষয়ে উদ্যোগ নিতে পারে। চিঠিতে শব্দ সংখ্যা হতে হবে ৮০০-র মধ্যে। আগামী ২০ মার্চের মধ্যে চিঠি পাঠাতে হবে ডাক বিভাগের সংশ্লিষ্ট সার্কেলে। চিঠি লেখা যাবে ইংরেজি, অথবা অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত যেকোনও আঞ্চলিক ভাষায়। চিঠি লিখতে হবে হাতে। কোনও টাইপ করা চিঠি গ্রাহ্য হবে না, জানিয়েছে ডাক বিভাগ।
ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন, প্রথম পর্যায়ে প্রতিটি সার্কেলে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ এরাজ্যে যাঁরা অংশ নেবেন, তাঁরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে চিঠি পাঠাবেন। প্রতিটি সার্কেলে সেরা তিনটি চিঠি নির্বাচন করা হবে। সেখানে পুরস্কার মূল্য ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। সার্কেলের সেরা চিঠিগুলি সর্বভারতীয় স্তরে নির্বাচনের জন্য যাবে। সেখানে সেরা তিনটি বিভাগে পুরস্কার মূল্য ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতায় সফল হওয়া চিঠি যাবে ইউনির্ভার্সাল পোস্টাল ইউনিয়ন, সুইজারল্যা঩ন্ডে। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা চিঠিগুলির মধ্যে থেকে নির্বাচিত হবে সেরা চিঠি। যারা চিঠি পাঠাবে, তাদের একটি নির্দিষ্ট ‘ফরম্যাট’-এ বেশ কিছু তথ্য জানাতে হবে। এরাজ্যে চিঠি পৌঁছতে হবে—‘তুষারকান্তি চৌধুরী, অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, রুম নম্বর ৫০৭, পি-৩৬ সিআর অ্যাভিনিউ, যোগাযোগ ভবন, কলকাতা ১২’ ঠিকানায়।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা