বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ফের পিএফের পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর মুখে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে ফের আশার আলো দেখালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কিন্তু সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারলেন না প্রবীণরা। তাঁদের একাংশের কথায়, এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএসের আওতায় যাঁরা রয়েছেন, তাঁদের পেনশন বৃদ্ধি নিয়ে এর আগে আশ্বাস দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর আগেও একাধিকবার একই আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী। তাই এবার প্রবীণরা বলছেন, না আঁচালে বিশ্বাস নেই। ইপিএস-৯৫ স্কিমের পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, সম্প্রতি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে যখন দেখা করেছিলেন। তখন তাঁরা আশ্বাস দিয়েছিলেন যে, পেনশনের অঙ্ক বাড়ানো হবে। কিন্তু বাজেট পেশের পর দেখা গিয়েছে, এই সংক্রান্ত কোনও ঘোষণাই নেই এবং ওই বাবদ কোনও বাজেট বরাদ্দও রাখা হয়নি। এতে দেশের ৭৮ লক্ষ পেনশনভোগী আশাহত হয়েছেন। 
তপন দত্ত বলেন, এরপর দিল্লিতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত, ন্যশনাল জেনারেল সেক্রেটারি বীরেন্দ্র সিং রাজাওয়াত এবং ন্যাশনাল সেক্রেটারি রমেশ বহুগুণা। এবারও শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন, সরকার পেনশন বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে। তাতে হয়তো কিছুটা দেরি হচ্ছে, তবে দাবি পূরণ হবেই। কারণ, সরকার বয়স্কদের প্রতি সহানুভূতিশীল। সংগঠনের রাজ্য শাখার সম্পাদক (অর্থ) অমিয়কুমার দাস বলেন, সরকারের কাছে আমরা মাসিক পেনশন অন্তত ৭,৫০০ টাকা করার দাবি জানিয়েছি। পাশাপাশি তাতে মহার্ঘ ভাতা (ডিএ) যুক্ত করারও দাবি রয়েছে। পেনশনারদের চিকিৎসার খরচও বহন করতে হবে সরকারকে। এছাড়া বর্ধিত পেনশন চালুর ক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলির যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেই দাবিও করেছি । পেনশন নিয়ে কেন্দ্রের বারংবার আশ্বাসে প্রবীণদের একাংশ অনেকটাই বিরক্ত। তাঁদের কথায়, সরকার হয় সোজা-সাপটা বলে দিক যে তারা পেনশন বাড়াবে না, অথবা অন্যকোনও পদক্ষেপ করুক। ২০১৪ সালে মোদি সরকার আসার আগে ন্যূনতম পেনশন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছিল। পরবর্তী ১১ বছরে এই সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়ার অতিরিক্ত কিছুই করেনি। সরকার যতক্ষণ না পেনশনের টাকা বাস্তবে বাড়াচ্ছে, ততক্ষণ আশ্বাসে আর চিঁড়ে ভিজবে না।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা