বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১০০ দিনের কাজে বাড়ছে না বরাদ্দ, জানিয়ে দিল অর্থমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ অর্থ পড়ে রয়েছে ‘ডাবল ইঞ্জিন’ বিহার এবং উত্তরপ্রদেশে। অথচ অন্য অনেক রাজ্যে বরাদ্দ অর্থ খরচ হয়ে গিয়েছে। তার পরেও কাজের চাহিদা ও জব কার্ডের আবেদন জমা পড়ছে সেখানে। কিন্তু টাকা না থাকায় কাজ মিলছে না। এই পরিস্থিতিতেও নতুন করে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। অর্থমন্ত্রক থেকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রককে। 
২০২৪ সালের বাজেটে ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল ৮৬ হাজার কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে বোঝা যায়, শহরে কর্মসংস্থান ক্রমেই কমে যাওয়ায় গ্রামে কাজের চাহিদা বাড়ছে। আর সেই কারণেই সব রাজ্যেই বাড়তে থাকে ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্পের আবেদনের চাহিদা। এই অবস্থায় বরাদ্দ অর্থে যে গোটা আর্থিক বছর চলবে না, সেই  সম্ভাবনাও প্রকট হয়। এমনকী সাধারণ বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ২০২৫-২৬ আর্থিক বছর তো বটেই, চলতি আর্থিক বছরের জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কিন্তু বাজেটে দেখা যায়, বিগত বছরের তুলনায় এক টাকাও বেশি অর্থবরাদ্দ হয়নি। দাঁড়িয়ে আছে ৮৬ হাজার কোটি টাকাতেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০০ দিনের কাজ প্রকল্পে ৮২ হাজার ৬৬৪ কোটি টাকা খরচ হয়েছে। আর কেন্দ্রের তহবিলে পড়ে আছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বক্তব্য, বেশ কিছু রাজ্যের কাছে অর্থ পড়ে আছে। তারা খরচ করেনি। আবার কিছু রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, তারা অন্য খাতে এই টাকা ব্যয় করেছে। সুতরাং কোনও অতিরিক্ত টাকা আর দেওয়া হবে না।
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা