বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

দলের কোর কমিটি নিয়েই চলতে হবে, ভরা সভায় অনুব্রতকে নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এককভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বীরভূম জেলায় দলের কোর কমিটিকে সঙ্গে নিয়েই চলতে হবে অনুব্রত মণ্ডলকে। স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশনে বীরভূম জেলার সাংগঠনিক বিষয় উল্লেখ করেন মমতা। ভরা সভায় সকলের সামনে অনুব্রত মণ্ডলের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, কোর কমিটিকে নিয়ে বীরভূমে কাজটা করবে। কেষ্ট (অনুব্রত), কাউকেই বাদ দেওয়া যাবে না। কাজলকে (কাজল শেখ) কনফিডেন্সে নিতে হবে। আর মাঝেমধ্যে আশিস বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়কে ডেকে নেবে। সবাইকে নিয়ে সংগঠনের কাজ করতে হবে।
নেত্রীর এই বার্তায় স্পষ্ট হয়ে গিয়েছে যে, কোর কমিটিকে ছাড়া অনুব্রত মণ্ডল এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সমন্বয়ের ভিত্তিতেই সংগঠনকে মজবুত করতে হবে। মমতা যখন বার্তা দিচ্ছেন, তখন মূল মঞ্চে কয়েক হাত দূরে প্রথম সারিতেই বসেছিলেন অনুব্রত। নেত্রীর নির্দেশ তিনি শুনেছেন। সভা শেষ হওয়ার পরে তিনি বলেছেন, নেত্রী যা নির্দেশ দিয়েছেন, সেইমতোই চলব। জেলার বৈঠক ডাকব। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, অনেকদিন কোর কমিটির বৈঠক হচ্ছে না। সেটা শীঘ্রই হোক। আর সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে শক্তিশালী করি, এটাই হোক আমাদের শপথ। সংগঠনের যাবতীয় বিষয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। 
অন্যদিকে, এদিন মমতা এও ঘোষণা করেছেন যে, সংগঠনের বিষয়ে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কথা বলে নেবেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। যেহেতু বীরভূম জেলার লাগোয়া রয়েছে বড়ঞা বিধানসভা কেন্দ্রটি। তাই ওই কেন্দ্রটি দেখভালের দায়িত্ব গিয়েছে অনুব্রতর কাছে। এদিন মঞ্চে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য শুনে হাততালি দিতেও দেখা গিয়েছে অনুব্রতকে। - নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা